পরাজিতের আবার বিজয়া ?
পরাজিতের আবার বিজয়া ?
---------------------------------------
আমার বিজয়া পরাজয়ে পরিণত হয়েছে এই দেখে যে আমাদের দেশের সাধু, ভক্ত, সাধারাণ মানুষ, সব নিশ্চুপ হয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর ইসলামী অত্যাচার দেখছেন | আমরা কোন্ মুখে নিজেদের ঠাকুর-স্বামীজীর ভক্ত বলে পরিচয় দি ? স্বামীজী কাপুরুষতা ঘৃণা করতেন | তাঁর ভক্ত, সাধু তাহলে এই কাপুরুষতা করেন কি করে ? অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হওয়া তো চূড়ান্ত অধর্ম | বাংলাদেশের হিন্দুরা কি আমাদের কেউ নন ?
'এই ঘৃণিত জঘণ্য নিষ্ঠরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে ? এই লজ্জাকর কাপুরুষতাসহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে?' -- (স্বামীজী) স্বামীজীর নাম নেওয়ার অধিকার কাপুরুষের নেই | ধিক্কার জানাই মৌলবাদীদের আর আরো বেশী ধিক্কার জানাই শিক্ষিত, স্বার্থপর, উদাসীন হিন্দু ভক্ত ও সাধুদের তাঁদের সীমাহীন উপেক্ষার জন্য | আজ হিন্দুর সংকট অথচ হিন্দুই হিন্দুর পাশে নেই |
রচয়িতা : একাকী, সংগ্রামরত, নিপীড়িত মানুষের আত্মজন, সুগত বসু (Sugata Bose)
Comments :
Sugata Bose @সৌম্য ঘোষ রায় : Absolutely amazing. No, they (RKM) are trying to protect the security interests of their ashrams in Bangladesh.
Sugata Bose @সৌম্য ঘোষ রায় : They will then wind up business as in Pakistan.
Sugata Bose @সৌম্য ঘোষ রায় : Absolutely right. But they have already lost and are steadily losing goodwill which is so unfortunate. Some of the monks are busy in self-advertisement rather than genuine engagement in spiritual work as befits their vocation. Gone are the days of Ketaki Maharaj and Premesh Maharaj. Now Swamiji's prophecy about future monastics is coming true. Time for Thakur-Swamiji to reincarnate as prophesied by them.
Sugata Bose @
No comments:
Post a Comment