ঠাকুরকে খোলা চিঠি
ঠাকুরকে খোলা চিঠি
-----------------------------
'যত মত, তত পথ', ঠাকুর, শুধু হিন্দুরাই মানে | বাকি বহিরাগত, বিদেশী ধর্মগুলো সব হিন্দুধর্মকে মিথ্যা জ্ঞান করে ও হিন্দুদের ছলে, বলে, কৌশলে ধর্মান্তরিত করে |
হাজার বছরের ওপর অবিরাম অত্যাচার চলেছে হিন্দুদের ওপর | দেশ ভাগ করেছে ওরা এই ধর্মান্ধতাহেতু | আজও বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটে চলেছে তা কি তোমার ঐ মহামন্ত্রের দ্বারা নিরোধ করা যাবে ? শুধু হিন্দুই প্রেম দেবে আর তার প্রতিদানে বিলুপ্ত হবে ? এ কেমন বিচার, প্রভু ?
স্বামীজীকে তুমি লোকশিক্ষার জন্য রেখে গেছিলে | তার বাণীর আংশিক প্রচার ও প্রয়োগ করতে তোমার অনুগামীরা ব্যস্ত | এত কাপুরুষ একযোগে যোগাড় করলে কি করে, প্রভু ?
হাজার বছরের বর্বরতার কি আজও সমাপনের দিন আসে নি ? তাহলে আর কার কাছে আবেদন করব ? যদি তোমার ও তোমার প্রিয় শিষ্য স্বামীজীর বাণীর এই মৃদুব্যাখ্যা সম্প্রীতির কারণে অব্যাহত থাকে, তবে অচিরেই হিন্দুসমাজ সে বাণীর অপব্যাখ্যা শুরু করে দেবে | তাই সত্যভাষণে উদ্বুদ্ধ করো তোমার অনুগামীদের |
হিন্দুর সংকটকাল উপস্থিত | হয় আবির্ভূত হও, নয় হিন্দুর প্রাণে সত্য বোঝার, বলার ও আচরণ করার যথাযথ শক্তি সঞ্চার করো | এমন তো চলতে পারে না | আর কতকাল, ভগবান ?
ইতি,
তোমার শ্রীপাদপদ্মে চিরপ্রণত,
সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment