এমনটিও হয়
এমনটিও হয়
------------------
শ্রীরামকৃষ্ণ মানুষের অজ্ঞানতায় কাঁদছেন | অশেষানন্দজীও কেঁদেছিলেন ভরত মহারাজের কাছে আমেরিকায় | জিজ্ঞাসিত হওয়ায় চোখের জলে বললেন, "মহারাজ, আমরা ঠাকুরকে ঠিকমত অনুসরণ করতে পারলাম না |" ভরত মহারাজ বললেন, "তা কেন বলছ ? আমরা তো তাঁরই নামে ঘর ছেড়েছি, তাঁরই প্রদর্শিত পথে চলার চেষ্টা করছি |" উত্তরে অশেষানন্দজী বলেন, "কই পারলাম মহারাজ ? যদি ঠিক ঠিক তাঁর পথে চলতেই পারতাম তাহলে কি তাঁকে আবার আসতে হত ? তিনি যে বলে গেছেন তাঁকে আবার আসতে হবে |" এর নাম ঈশ্বরপ্রেম | ঠাকুর আবার জগতে এসে মানবদেহের কষ্ট পাবেন এই ভেবে অশেষানন্দজীর হৃদয়ে হাহাকার |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment