Saturday 16 October 2021

MESSAGES GALORE ... 5


MESSAGES GALORE ... 5


1. See the dedication of Manoj Sivan for Swami Nirmalanandaji. Mission monks and devotees should learn from this what unselfish work is, totally free of self-promotion.


2. প্রকৃত অর্থে যা হয় আর প্রকাশিত অর্থে যা হয় তা একেবারে বিপরীত | বিষয়টি গভীর অনুধ্যানসাপেক্ষ |


3. Spirit নেই | Spirited লোক পাওয়া কঠিন |


4. Experience is the great teacher.


5. সমাজে ভাল মানুষ তৈরী করতে হবে | ভাল মানুষ বলতে আমরা কি বুঝি ? সমর্থ, সবল, চরিত্রবান, উন্নত, আদর্শবাদী, শক্তিমান ও অসত্যের সাথে আপসহীন মনোভাবাপন্ন মানুষ |


6. দুই ধরণের শক্তি ক্রিয়া করছে সমাজে -- বিদ্যাশক্তি ও অবিদ্যাশক্তি | এই দুইয়ের সংঘাতে সংঘটিত হচ্ছে ইতিহাস | কোন পক্ষে লড়ছেন ভেবে দেখুন ?


7. বাংলাদেশে হিন্দু আক্রমণের শিকার | পশ্চিমবঙ্গের খবর কি ? গনতন্ত্রে সবই তো সংখ্যার খেলা | সাংখ্যযোগ !


8. See the dedication of Manoj Sivan for Swami Nirmalanandaji. Mission monks and devotees should learn from this what unselfish work is, totally free of self-promotion.


9. কথায়, বার্তায় যাঁদের রজোগুণী অহংকার প্রকাশ পায় তাঁরা কাজে সফল হবেন ঠিকই কিন্তু আধ্যাত্মিকতা হতে বহুদূর | সত্ত্বগুণে বিনম্রভাব, সত্ত্বগুণে আধ্যাত্মিকতা |


10. মধ্যযুগের ধর্ম অপরিবর্তিতরূপে আধুনিক যুগে চলে না | সংশোধন, আধুনিকিকরণ প্রয়োজন | নইলে সমস্যা মিটবে না |


11. যাঁরা জাতির বৃহৎ ব্যাপারগুলো সম্বন্ধে এক প্রকার উদাসীন, শুধু নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকেন, তাঁদের সঙ্গে আমার মেলে না |


12. IT'S TIME FOR SUBTLE THOUGHT


What is the use of repairing the edifice of a building whose foundation is faulty? What is the use of spraying water on the leaves of a tree and starving it of water at its roots? Work at foundations. Find out where the fault lies. If it is at the very base, then act accordingly. The building will collapse. Before it does, evacuate it. Take up new lodgings.


Written by Sugata Bose


13. The demonisation of democracy. I'm a democrat when I'm in the minority and I become an autocrat when I'm in the majority.


14. The tricks are out. The motives are no more concealed. The world knows what you are up to. The people are awake to your perfidious intent. Information revolution has put paid to your hopes of world-domination. Now stop converting others to your fold. Rather convert your own self to a more humane set of spiritual principles.


15. Love is a very powerful force. But few know how to love. Hence, hate so often wins.


16. আজ থেকে ওপার বাংলার হিন্দুদের সাথে মনেপ্রাণে এক হন | তাঁরা আর আমরা এক দুর্গা মায়ের সন্তান, যে মাকে বিধর্মীরা অকালবিসর্জন দিয়েছে অষ্টমিতিথিতে |


17. Ramakrishna Mission, Habiganj, Bangladesh has not been vandalised. It may be RKM, Chandpur, instead.


Comments : 

Sugata Bose @Aabir Chattaraj : No, it seems you may be right. I looked up RKM, Chandpur, Bangladesh and from the look of it it seems it is the one that has been vandalised. If so, I stand corrected and thanks sorrowfully for it as it is bad news.


Sugata Bose @Aabir Chattaraj : Terrible news but a relief in one sense that it will draw attention far more than otherwise to the plight and persecution of the Hindus in general in Bangladesh.


Sugata Bose @Rohini Jalan : Bangladesh Hindus are being killed, looted, molested, Durga images destroyed, cast into the lake and etc. Whole Hindu community in Bangladesh under Islamic fanatical fire.


18. Secularism in Bangladesh, religious harmony, tolerance towards Hindus. Religion of Peace, the highest spiritual truth, mankind's ultimate refuge.

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দুর প্রতি সহনশীলতার নিদর্শন | শান্তির ধর্ম, সর্বোচ্চ সত্য ও মানবজাতির শেষ আশ্রয় |


19. 

ভূমিকম্প ভবানীপুরে তো বালিগজ্ঞে ব্যস্ত হব কেন ? হিন্দুর আজ এই দশা ! বাংলাদেশে হিন্দুহত্যা তো পশ্চিমবঙ্গে বা বৃহত্তর ক্ষেত্রে, ভারতবর্ষে, ভোগ থামাই কেন ? ওটা তো অন্য দেশ, ভারত তো নয় | ওটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার | আমাদের কি ? আমরা মাথা গলাই কেন ? এই না হলে আত্মঘাতী জাত !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


20. আপনারা বুদ্ধিজীবিরা কি বললেন বা কি না বললেন তা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েন কেন ? কেন ওঁদের এত প্রাধান্য দেন ? নিজের বিবেকবুদ্ধি দিয়ে বিচার করুন | ওঁরা যদি বুদ্ধিজীবি হন তো আপনারও কিছু কম নন | আপনারা বিবেকজীবি, হৃদয়জীবি | নিজেদের ওপর আস্থা রাখুন | নিজজীবনে রূপায়িত করুন নিজ নিজ বিশ্বাস, উপলব্ধি, চেতনা | পড়াশোনা করুন, মস্তিষ্ক প্রক্ষালন করুন, হৃদয় প্রসারিত করুন, চরিত্র গঠন করুন, স্বামীজী যে রকম মানুষ চেয়েছিলেন সেই রকম কিছুটা অন্ততঃ হয়ে এই সকল হৃদয়হীন, সুবিধাবাদি বুদ্ধিজীবিদের -- স্বামীজীর ভাষায়, heartless intellectualsদের -- প্রতিহত করুন |


21. বাংলাদেশের ব্লগারদের মুসলমান মৌলবাদের বিরুদ্ধে নির্ভিক প্রতিবাদ দেখে শেখা উচিত পশ্চিমবঙ্গের নপুংসক বুদ্ধজীবিদের কিভাবে প্রতিবাদ করতে হয় বাংলাদেশে সংঘটিত হিন্দুনির্যাতনের বিরুদ্ধে | এই সব পক্ষপাতদুষ্ট, নাটুকে, humanistদের humanism সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে |


22. Why are so many Bengalees so anti-Swamiji? Has the left movement perverted Bengal or have Bengalees perverted the left movement here? I read just now a certain arrogant Bengalee gentleman identify Swamiji thus : Oh! by Swamiji you mean that preacher of Hinduism by the name Narendranath Datta?


23. বামপন্থী হতে গেলেও মানুষ হতে হয়, শ্রদ্ধাবান হতে হয়, দরিদ্রের দুঃখ বুঝতে হয় বুদ্ধি দিয়ে, অনুভব করতে হয় হৃদয় দিয়ে, সহানুভূতি ও সংবেদনশীলতা দিয়ে | দানব হলে বামপন্থী হওয়া যায় না |


24. বাংলাদেশে যে বর্বরতা চলেছে হিন্দুদের বিরুদ্ধে তা বাংলাদেশকেই শেষ করে দেবে | ধর্মান্ধতা যদি রাষ্ট্রিক স্তরে পৌঁছে যায় তা রাষ্ট্রকেই ধ্বংস করে দেবে | পাকিস্তানকে দেখে, আফগানিস্তানকে দেখে বাংলাদেশের সাবধান হওয়া উচিত | রাজনৈতিক স্বার্থ কক্ষা করতে গিয়ে এই মৌলবাদিদের হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিলে কি হয় তা যখন আরো ভয়াবহরূপে বাংলাদেশে ঘটবে তখন ওদেশের মানুষের টনক নড়বে | কিন্তু তখন অনেক দেরী হয়ে যাবে | তাই, বাংলাদেশের সুস্থ চেতনার মানুষ, এখনই সরব হোন, সোচ্চার হোন সমাজে সহনশীলতা, মৈত্রী ও সংস্কৃতি রক্ষার্থে |


25.

বাংলাদেশে মৌলবাদ চলবে না, চলবে না |

পশ্চিমবঙ্গে মৌলবাদ বাড়ছে কি কমছে ? বাড়ছে কি কমছে ?

একথা কি বুদ্ধিজীবি বলবে, কি বলবে না ? বলবে, কি বলবে না ?


26. Bangladesh today. Where next? What is the future for us? Is not West Bengal allowing too much of fundamentalist freedom (read : licence)?


27. স্বামীজীর কালেও, তাঁর ভাষায়, heartless intellectuals ছিল | তিনি তাঁদের দ্ব্যর্থহীন ভাষায় তাঁর বক্তৃতায়, লেখায় তিরস্কার করেছেন তাঁদের নির্দয়তার জন্য, তাঁদের স্বার্থপরতার জন্য | অতএব, আজকের দিনের এই সুবিধাবাদি, স্বার্থান্বেষী বুদ্ধিজীবিদের নিয়ে ব্যস্ত হবেন না | ওঁদের উপেক্ষা করুন | ওতে ওঁদের সনাতন ধর্মের বিরুদ্ধাচরণ করার হীন উদ্দেশ্য ব্যর্থ হবে | আপনাদের সমর্থনে ও সহযোগিতায় ওঁরা শক্তিমান | নিজেদের সরিয়ে নিন | দেখবেন ওঁরা নিস্তেজ হয়ে পড়েছেন, ওঁদের বিষক্রিয়া বন্ধ হয়ে গেছে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


28. Those who try to please all are the best hypocrites I have seen.


29. Those who consider our religion false, their festivals we feel like celebrating. It's the height of hypocrisy!


30. Hinduism says Islam and Christianity are true. Islam and Christianity say Hinduism is false. Good ground for religious harmony! RKM, do inter-faith meets but take care not to raise this issue which Sri Aurobindo had once raised. He had said that so long Muslims just on converting Hindus to Islam, there was no hope for Hindu-Muslim unity or harmony. Conversion itself is violence of the worst type. Proselytising religions can never be peaceful for their fundamental focus is on converting all others to their fold.


31. 

An intrepid voice against Islamic fundamentalism worldwide, especially,  Bangladesh. 


এক অকুতোভয় কন্ঠস্বর জগৎজোড়া ইসলামীয় ধর্মান্ধতার বিরুদ্ধে, বিশেষতঃ বাংলাদেশে |


32. Each and every Hindu must study Swami Vivekananda thoroughly. This is the first step.


33. আজ লক্ষ্মী পূজা | বাংলাদেশের বিশৃঙ্খলার মধ্যে মা লক্ষ্মী কৃপাপূর্বক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন | মানুষের দুর্মতি দূর হোক !


34. গরীব জনসাধারণ শুধু অন্নবস্ত্র, বাসস্থান ও স্বাস্থের সংস্থান চান না | তাঁরা চান আমাদের সহানুভূতি | তাঁদের প্রতি আমাদের ব্যবহার সুন্দর করতে হবে, তাঁদের শিক্ষিত, সংস্কৃতিসম্পন্ন করে তুলতে হবে | তবেই দেশ, জাতি জাগবে, মহাশক্তির আধার হবে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


35. No book is holy. Man is holy.


36. Those who are self-obsessed with posting self-portraits on Story at this hour of terrible crisis for Hindus in Bangladesh may unfriend me forthwith. Else, I will do so.


37. দেশে মানুষ কই ? মানুষ নেই | ভক্ত, সাধু তো দূরের কথা | আজ কাপুরুষে দেশ ভরপুর | হা স্বামীজী !


38. ধর্মগ্রন্থকে মানুষের ঊর্দ্ধে স্থান দিলে এই হয় |


39. সনাতন ধর্মের থেকে সহিষ্ণুতা ও গ্রহণ শিক্ষার সময় এসেছে পৃথিবীর, বিশেষতঃ মধ্যপ্রাচ্যের সঙ্কীর্ণ ধর্মপন্থাগুলির |


40. বাংলাদেশের নির্যাতিতা হিন্দু বোনেরা, তোমরা সকলেই আমার মা | তোমাদের শুদ্ধ, অপাপবিদ্ধ দেহে যে কালীমা লেপন করল দুরাচারী দুর্বৃত্ত, সে সকল কলুষ আমি নিলাম ; তোমরা শুচিশুদ্ধ রইলে | তোমরাই আমার দুর্গামা, আমার পূজার স্থল, আমার একমাত্র আরাধ্যা দেবী |


41. আজ ২১এ অক্টোবর | মনে পড়ে নেতাজীকে ? ১৯৪৩ সাল | সিঙ্গাপুর | আজাদ হিন্দ সরকার গঠন | অখণ্ড ভারতের স্বাধীনতা ঘোষণার দিন, স্বাধীন সরকার গঠন |


42. 

Swami Purnatmanandaji, Secretary of the Dhaka Ramakrishna Mission, has spoken out in bold, articulate terms against Islamic violence against the Bangladeshi Hindus. He did so in front of the Bangladesh Prime Minister Sheikh Hasina in Dhaka. He appealed to the Prime Minister for exemplary punishment of the perpetrators of such dastardly acts of Hindu cleansing in Bangladesh. Our heart swells in pride at this bold stance adopted by this seminal monk of the Ramakrishna Order.


43. 

তেজ চাই, তেজের অভাব | ক্ষাত্রবীর্য ও ব্রহ্মতেজ -- এই দুইয়ের সমাহার একই দেহে | ব্রহ্মচর্য ও পৌরুষ চাই | ব্রহ্মবীর্যে প্রদীপ্ত বলশালী যুবকবৃন্দ্র আজও বিবেকানন্দআদর্শ রূপায়ণে সক্ষম | এ আর কারো কাজ নয় | হৃদয়হীন, শ্রদ্ধাবিবর্জিত, ইন্দ্রিয়পরায়ণ, সনাতন সংস্কৃতিবৈরী  বুদ্ধিজীবির কর্ম নয় |


44. 

একথা বলবেন না, মাকে পেলাম না | জগদম্বা স্বয়ং গৃহে জননীরূপে, পত্নীরূপে, কন্যারূপে |


45. দেশকে, জাতিকে, সনাতন ধর্মকে ভালবাসতে চান ? তো নিজেকে ভুলুন | নিজের রূপের প্রদর্শন ও কীর্তির কীর্তন ছেড়ে দেশের, জাতির ও স্বধর্মের প্রচার করুন | এতেই অধিক মঙ্গল |


46. একপাক্ষিক কি সম্পর্ক চলে ? সম্পর্ক দ্বিপাক্ষিক সংযোগ, যোগ, বিনিময় | হিন্দুর এই সমস্যা | সে শুধু সুবিধা দিয়েই চলে, আত্মরক্ষার নিমিত্তও নিজস্বার্থ দেখে না |


47. মানুষের অপমানে ভগবানের অপমান হয় -- এ তত্ত্বটি যেন না ভুলি | প্রত্যহ তো এই অভিজ্ঞতাই হয় আমাদের | তবুও কেন ভুলি ? যে দুর্ব্যবহার পাই, তা যেন তিতিক্ষার দ্বারা, তপস্যার দ্বারা আত্মশক্তিতে পরিণত করতে পারি | এতে ব্যক্তি বললাভ করবে, জাতি শক্তিশালী হবে |


48. 





Tomorrow, 22 October, 2021, Friday, at 11 a.m., Bangladesh Standard Time (Indian Standard 10.30 a.m.), all Ramakrishna Mission Ashrams and RKM-affiliated Private Ashrams located in Bangladesh will hold a 'Human Solidarity Bond' in silent protest against mass atrocity on Hindus by Islamic fundamentalists. Devotees and Ashram Committee members will stand, banner in hand, to lodge this protest against demolition of Hindu temples and houses, property loot, the setting of fire of Hindu habitation, molestation of women and murder of innocent Hindus by Islamic extremists. Finally, this protest is against the conspiracy to ethnically cleanse Hindus and evict them from their homeland that is Bangladesh.


49. If you wish to know about Islam, do not entertain vague ideas about it. Read the Quran.


50. Counter-conversion is the only way  to counter conversion.


51. 

The sense-enjoyer is the real idolator, not the one who is deemed idolatrous for his worshipping the representative image of God.


52. 

Human chain by way of protest against Islamic atrocity on Bangladeshi Hindus is welcome but is not enough to save Hindus from such atrocity in the future. The only way to save Hindus from Islamic intolerance is to make them aware of the core content of the Quran.


53. 

If Islamic countries do not allow the propagation of any religion other than Islam, neither should non-Islamic or secular countries allow Islam to be propagated there. It cannot be a one-way traffic for it is patently unfair and a two-way fairness should also be a principle of secularism.


54. 

Do Hindu lives matter or not? Then why is it that you do not raise your voice against the atrocity on Hindus by Bangladeshi Islamic fundamentalists?


55. 

এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত রামকৃষ্ণ মিশন আশ্রমে ও প্রাইভেট আশ্রমে হিন্দু নির্যাতনের বিরুদ্ধ মানববন্ধন চলছে | আপনারা যে যেখানে আছেন মনে, প্রাণে, আত্মায় সংযুক্ত হোন |


56. 

বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সময় অতিক্রান্ত | কিন্তু সর্বদেশে হিন্দুর রক্ষাকল্পে মানবন্ধন চলতে থাকুক | নইলে পৃথিবার সর্বনাশ ও মানবসভ্যতার ধ্বংস কেউ রোধ করতে পারবে না |


57. 

আমার আশ্চর্য লাগে মানুষ কেমন করে স্বামীজীকে বীর সন্ন্যাসী বলে সম্বোধন করে, শ্রদ্ধা জানিয়ে নিজে দিব্যি কাপুরুষ থাকেন |


58. 

স্বামীজীর প্রথম সম্বোধন কি ছিল ? "হে বীর, সাহস অবলম্বন করো |" কত আশা ছিল তাঁর আমাদের ওপর | স্বাধীনতার পূর্বে যুবক যুবতীরা তাঁর মান রেখেছিলেন | কিন্তু আজ আমরা ? তাঁর সাথে দেখা হলে কি জবাব দেব ? সমুদ্রসম প্রসস্ত হৃদয় তাঁর | তিনি তো পা সরিয়ে নেবেন না | কিন্তু আমরা কি কাপুরুষতাক্লীষ্ট এই হাতে তাঁর চরণ ছুঁতে লজ্জা বোধ করব না ?


59.

আজ যদি আমরা না জাগি, তো কাল বিুলুপ্ত হব ; পরশুর প্রাতঃসূর্য আর বন্দনা করা হবে না |


60. এই হিন্দুর গণহত্যায় কাপুরুষ ও বেইমান, দুইই চিনলাম |


61. বাচ্চাগুলোকে খেতে দিন ভালো করে | তবে তারা সিংহশাবকের ন্যায় বেড়ে উঠবে | স্বামীজী খুব করে মাছমাংস খেতে বলেছিলেন | এ শাকপাতার কাজ নয় | মহা রজোগুণের উদ্দীপনা চাই |


62. সমস্ত খাবার আমার কাছে প্রসাদ, তা ঈশ্বরের বিগ্রহের সামনে নিবেদিতই হোক আর নাই হোক | যেকালে তা আমার জীবন রক্ষা করে, সেকালে তার পবিত্রতা আমার কাছে স্বতঃসিদ্ধ |


63. মনীষীর সম্মানে মানুষের সম্মান |


64.

এরা সুখের জীবন চায় |

আগুন লাগুক তোমার ঘরে,

আমার কিই বা আসে যায় ?


65. For what reason are so many Hindus apologists for Islam when in Bangladesh Hindus are being ethnically cleansed by Muslims en masse?


66. I am not a political person and I say what I feel is right. Hindus are being reduced to ashes in Bangladesh. You cannot but raise your voice now unequivocally.


67. পশ্চিমবঙ্গের হিন্দুর অবস্থা এখন 'পি.পু.ফি.শু'র মত |


68.

হে বঙ্গ হিন্দু,

এখনও সময় আছে,

সাবধান হও |


69. এই কমিউনিজম্ই বাঙালী হিন্দুর কাল হল ! জাগো, হিন্দু, জাগো ! এখনও সময় আছে, স্বামীজী আশ্রয় |


70. ইসলামী মৌলবাদীদের কাছে ২০২১এর হিন্দু গণহত্যা ১৯৪৬এর Great Calcutta Killing আর নোয়াখালী হিন্দু হত্যাকাণ্ডের হীরকজয়ন্তীমাত্র (75th anniversary -- Diamond Jubilee Celebration) | তাঁরা তো এই সংঘটনে হর্ষান্বিত হবেনই | যাঁরা মৌন রইলেন অথবা কপট প্রতিবাদের সুর তুললেন, তাঁদের দুরভিসন্ধিও দিবালোকের ন্যায় পরিষ্কার |


71. গোটা ভারতের হিন্দু সমাজ -- প্রতিটি হিন্দু -- যদি স্বামীজীর বই তন্ন তন্ন করে না পড়ে, তো হিন্দু জাগবে না |


72. আবাসনে আগুন লাগলে কি ? আমার ঘরটি না পুড়লেই হল | হিন্দুর এখন এই অবস্থা |


73. If the Sanatan Dharma is not allowed to flourish in Bangladesh, the country will decline in civilization. Islamists will destroy Bangladesh.


বাংলাদেশে যদি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মাচরণের অবাধ স্বাধীনতা না থাকে, বাংলাদেশে সভ্যতার মান হ্রাস পাবে | ইসলামী মৌলবাদীরা বাংলাদেশকে ধ্বংস করবে |


74. বাংলাদেশ হিন্দুশুণ্য হলে, বাংলাদেশ সনাতন সংস্কৃতিশূণ্য হবে | নেমে আসবে ঘোর অন্ধকার |


75. শেখ হাসিনার হিন্দুধর্মের প্রতি সদ্ভাবনার পরিচয় পাবো যদি তিনি বাংলাদেশে রামকৃষ্ণ মিশনকে জমি জায়গার ব্যবস্থা করে দেন নিত্যনতুন শাখাকেন্দ্র স্থাপনের জন্য | এক রামকৃষ্ণ মিশনেরই আছে ক্ষমতা সর্বমতের মানুষকে বেদান্তের বিরাট ছত্রছায়ায় একত্রিত করার | রামকৃষ্ণ মিশনের প্রসারেই বাংলাদেশে মৌলবাদ হ্রাস পাবে ও বাঙালী এই হিন্দুর প্রতি অন্ধ আক্রোশ হতে মুক্তি পাবে | হাসিনার এ বিষয়ে ভাবনা কি ?


76. The destruction of Hindu temples, loot of Hindu property, forced conversion of Hindus to Islam, molestation of Hindu women, forced eviction of Hindus from their homeland and the Partition of India -- all these will recoil on their perpetrators. The Law of Karma is inviolable. In the fullness of time these crimes will boomerang on the criminals in the decadence of their civilization. Fortitude and patience will pay.


77. The leftists have done more harm to Bengal and India than is understood. They continue to breed anti-Hindu viruses in the nerve-centre of the polity. They divide us Hindus into upper caste and lower caste when, if they were well-intentioned, they would have worked for the integration of the vast body politic of the Hindus. Remember what Swamiji said in altered terms in reference to Hindu-perversion to Islam. He had said that every Hindu going out of the fold is a friend less and an enemy the more. So with these erstwhile Hindu Brahmin-turned-Communusts.


78. প্রগতশীল হওয়া মানে ভোগবাদী, জড়বাদী, নাস্তিক হওয়া নয় | প্রগতশীল হওয়া মানে বৈদান্তিক চেতনাসম্পন্ন, শ্রদ্ধাবান, বীর্যবান, চরিত্রবান, গভীর আস্তিক্যবুদ্ধিসম্পন্ন হওয়া, মানুষকে ঈশ্বরজ্ঞানে পূজা করায় প্রবৃত্ত হওয়া | এর নাম প্রগতিশীলতা | 


79. আমার একটি সহজ প্রশ্ন আছে : বাংলাদেশে হিন্দুর গণহত্যায় আপনারা এত নীরব, এত উদাসীন কেন ?


80. 

এঁকে লজ্জিতা করবেন না | পৌরুষ অবলম্বন করুন | বাংলাদেশে হিন্দুর ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হোন |


81. আজ একটি ১০ বছরের হিন্দু কন্যার জন্মদিনে আশীর্বাদসূচক এইমাত্র বললাম, "মনে রাখবে, সাহসিনী হতে হবে |"


82. 

কাপুরুষের দল ! ভক্তির ভণ্ডামী করছে | শ্রীশ্রীঠাকুর বলেছিলেন, "লজ্জা, ঘৃণা, ভয় -- এ তিন থাকতে নয় |" আজ এঁরই ত্রিবেণীসঙ্গমে ভক্তির ছড়াছড়ি !


83. দিবারাত্র যদি আমরা, হিন্দুরা, একে অপরের সহায় না হয়ে শুধু একে অপরকে অত্যাচার করি, তো হিন্দু সংহতি বিপর্যস্ত হবে |


84. হিন্দু জেগেছে | এ উত্থানের গতি অপ্রতিরোধ্য  |


85. নিরহঙ্কারের অপর নাম স্বার্থহীনতা |


86.

Crooks of a kind

In a religious bind,

When idols they find,

They grind and they grind.


87. সনাতন সংগ্রাম সূচনা হল | জয় স্বামীজী ! সকল সনাতনীর সিদ্ধসূত্র, অনাহত এই ঔঁকারধ্বনি, সর্বমতের মিলনস্থল, সনাতন ধর্মের সম্মেলনক্ষেত্র |

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉


88. Courage, not cowardice is the call of the hour. Hindus must not take to passive piety when their very survival is at stake.


89. This Deepavali I wish that you all be filled with sraddhaa for the Sanatan Dharma (Hinduism). There is so much irreverence among the Bengalees. Difficult to digest. A sad spectacle indeed.


90.

We have a reason to live.

What we know

We must disseminate

And let others live.

We have a reason to live.


Composed by Sugata Bose


91.

Memory,

Thou superficial of deeper impressions,

Thou depth drawn to surface cognition!


Composed by Sugata Bose


92.

Live to learn

And live to love.

So, learn to live

And love to live.


93.

আগে শক্তি অজর্ন,

পরে তর্জন গর্জন |

নচেৎ, বৃথা কাল বিসর্জন |


94. 

প্র : জগদ্ধাত্রী পূজোয় নাইট কারফিউ কেন ? (জনৈক ফেসবুক বন্ধুর উত্থাপিত প্রশ্ন)


উ : নিশাচরের সংখ্যা রাতে রাতে বাড়ছে, তাই | (আমার উত্তর)


95.

ভয় যদি এত থাকে, ভক্তি তবে কোথায় ?

নিত্য হিন্দু মরে তবু নিরব রবে প্রথায় ?


96. If you want to spread the spiritual message of Ramakrishna-Vivekananda in real earnest, do not post your own photographs or allied stuff.


97. The peaceful, blissful Hare Krishna movement is an antidote to proselytising, warlike Islam and Christianity.


98. কুর'আন পড়ুন, হাদীস পড়ুন, সিরা পড়ুন | ইসলামের স্বরূপ জানতে পারবেন | তবেই তো হিন্দু হিসেবে আত্মরক্ষায় সমর্থ হবেন |


99. মানুষ পবিত্র, ধর্মপুস্তক নয় |


100. ভারতবর্ষে আজ স্বামীজীর বলিষ্ঠ প্রচার প্রয়োজন | কিন্তু করবে কে ? সবই তো দেখি ফুলমালাচন্দনস্তুতিসৌরভসুসজ্জিত আরাধনায় লিপ্ত | স্বামীজীর আলোকচিত্র ও প্রতিকৃতির প্রতি বেশী আকর্ষণ মানুষের, বাণীর প্রতি তত নয় | এ হেন অবস্থায় করণীয় কি ?

No comments:

Post a Comment