Sunday, 24 October 2021

একেই কি বলে ভক্তি ?


একেই কি বলে ভক্তি ?

------------------------------


'প্রণাম ঠাকুর', 'প্রণাম মা' আর 'জয়তু স্বামীজী' বললেই হিন্দু বাঁচবে ? যতই লিখি না কেন, কাপুরুষ কাপুরুষই থাকে | এ কী অদ্ভুত, আত্মবিস্মৃত, আত্মঘাতী, আত্মবিধ্বংসী জাত ! হিন্দু আজ ভয়ঙ্করভাবে ইসলামীয় মৌলবাদের হস্তে আক্রান্ত আর এঁরা ঠাকুরের স্তুতিবাক্য গেয়ে আত্মতৃপ্ত ? কী নিদারুণ বিশ্বাসঘাতকতা ! ঠাকুর হিন্দুর নরদেহে মরছেন, মা লাঞ্ছিতা হিন্দু নারীর দেহে, আর এঁরা কিনা তাঁদের রক্ষার কথা না ভেবে স্তুতিগানে মগ্ন ? একেই কি বলে ভক্তি ? 'একেই কি বলে সভ্যতা ?'


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment