Saturday, 23 October 2021

এ কি ভক্তের সাজে ?


এ কি ভক্তের সাজে ?

-----------------------------


আপনারা কোন আক্কেলে হিন্দুর এই দুর্দিনে ভক্ত হয়েও সেলফিতে নিজের রূপচর্চিত ছবি ফেসবুকে দিচ্ছেন ? আপনাদের কি হিন্দু হয়েও হিন্দুর দুঃখে এতটুকু দুঃখবোধ হয় না ? আগুন লেগেছে আজ হোথায় ঠিক যেমন দেশভাগের আগে লেগেছিল নোয়াখালীতে | সে আগুন আজও নেভেনি | 


ক্যামেরার দিকে না তাকিয়ে নিজের জাতভাইবোনেদের দিকে ফিরে তাকান | ওরা যে শেষ হয়ে যচ্ছে বাংলাদেশে | এত নৃশংস হবেন না | রূপচর্চা ও তার ফেসবুকে প্রচার বন্ধ রেখে স্বধর্মরক্ষার্থে গর্জে উঠুন | নইলে ঠাকুর-মাকে সহস্র স্তুতিপূর্ণ তোষামোদ করলেও কৃপালাভ হবে না যেখানে পুরুষশরীরে ঠাকুর আজ বাংলাদেশে লাঞ্ছিত আর স্ত্রীশরীরে মা লাঞ্ছিতা | ভেবে দেখেছেন এভাবে একবারও ? স্বামীজীর কথা আর তুললাম না কারণ তিনি এ হেন কাপুরুষতা ও নির্মমতাকে দ্ব্যর্থহীন ভাষায় ভর্ৎসনা করেছেন তাঁর স্বজাতির নিমিত্ত যন্ত্রণাময় জীবোদ্দশায় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment