Monday, 18 October 2021

জাগো, হিন্দু, জাগো 


জাগো, হিন্দু, জাগো 

-----------------------------


দেশের জাগরণ অলসের কাজ নয় | সৌভাগ্যক্রমে সকলে অলসও নন, দেশপ্রেমহীনও নন আর অপরের ঘাড়ে কর্তব্যের ভার চাপিয়ে দেওয়ার চালাকিও করেন না | এমন অনেকেই আছেন যাঁরা ভক্তির ভণ্ডামি করেন না, সর্বত্যাগী সন্ন্যাসীর কৃপা ভিক্ষা করে নিজের ভক্তিমুক্তির ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করাকে জীবনের মুখ্য জ্ঞান করেন না | এঁরাই স্বামীজীর বীর সন্তান যাঁরা দেশের, দশের জন্য ভাবেন, যাঁরা স্বধর্মরক্ষার্থে তৎপর ও যাঁরা মূলতঃ সাহসী |


ঠাকুর বলতেন, "লজ্জা, ঘৃণা, ভয়, এ তিন থাকতে নয় |" ঠাকুরের কৃপাভিখীরী যাঁরা তাঁদের এই মূলমন্ত্রটি মনে রাখতে হবে | শুধু ঠাকুরের পটের প্রতি আনুগত্য প্রদর্শন ঠাকুরের প্রতি যথার্থ ভক্তি নয় | স্বামীজী 'স্বদেশমন্ত্রে' ভক্ত তাঁকে বলেছেন যিনি বীর | তাঁর বাণী, "হে বীর, সাহস অবলম্বন কর |" তাই ভক্তি মহাপ্রভুর ন্যায় মহাপুরুষের থাক | আমাদের জাগ্রত হোক হৃদয়ে সিংহসাহস, স্নায়ুতে ইস্পাতশক্তি আর প্রাণের প্রতিটি স্পন্দনে স্বদেশ, স্বধর্ম ও স্বজাতির প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতির ঐক্যবন্ধন, সংহতির বজ্রসম ঐশ যোগ |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment