Tuesday 19 October 2021

বুদ্ধীজীবির বিবেক কই ?

বুদ্ধীজীবির বিবেক কই ?

----------------------------------


যাঁদের আপনারা বুদ্ধিজীবি বলে এত শ্রদ্ধা করেন, তাঁরা অধিকাংশই ভোগী, সনাতন ধর্মবিরোধী জড়বাদী নাস্তিক | এঁদের না আছে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যে শ্রদ্ধা, না আছে এঁদের ইন্দ্রিয়সংযম | অতএব, এঁদের মাথার মণি করে রাখবেন না | এঁরা সুযোগসন্ধানী, নিজস্বার্থরক্ষার্থে অবলীলায় দলবদলে পারঙ্গম ও বাঁকাচরিত্র | এঁদের মুখে মার্ক্স, কদাপি বিবেকানন্দ নয় | এঁরা জন্মসূত্রেমাত্র ভারতীয়, সংস্কৃতিতে বিশ্বজনীন -- যেন ব্যাপারটা এতই সহজ -- ও এঁরা দিনে এক, দিনশেষে আর এক | এঁরা মুসলমানের মানরক্ষায় ঠিক যেমন তৎপর, হিন্দুর সম্মানহানিতেও ঠিক তেমনই তৎপর | অতএব, বৈপরীত্যে বেশ সমদর্শনটি রেখেছেন | এঁরা প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করে প্রগতিশীলতার পরিচয় দেন কিন্তু কদাপি ইসলামবিরোধী কোনও কর্ম করার দুঃসাহস দেখান না | এঁরা এক অদ্ভূত ধরণের আর কি | এঁদের প্রাধান্য দেবেন না | এঁদের এঁদের মতনই থাকতে দিন | এঁরা ঘরের খাবেন, বনের তাড়াবেন, এটাই তো এঁদের চরিত্রে স্বাভাবিক | একটি কখা -- এঁদের মাঝে একটি ব্রহ্মচর্যবান, ব্রহ্মচর্যবতীও পাবেন না |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment