Thursday, 21 October 2021

কে বাঁচায় হিন্দুরে ?


কে বাঁচায় হিন্দুরে ?

---------------------------


শৈশব হতে বিধর্মীর প্রতি ঘৃণার বিষসংক্রমণের শিকার বিশ্বের অগণিত মানুষ | এঁরা বড় হয়ে ধর্মান্ধ হবেন না তো কি হবেন ? এঁরা বিগ্রহপূজারি হিন্দুকে ঘৃণা করেন, তাঁর ধর্মকে নিচু নজড়ে দেখেন | এঁদের শিক্ষা দেওয়া হয় আশৈশব সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারই এঁদের পবিত্র কর্তব্য | নিজধর্ম প্রতিষ্ঠা ও অপর সকল ধর্মের ক্রমশঃ অপসারণ -- এটিই এঁদের ধার্মিক লক্ষ্য | অতএব, হাজার বছরের হিন্দুনিপীড়ন আজও অব্যাহত | হিন্দুর উচিত স্বধর্মপালন, পরস্পর মৈত্রীস্থাপন, সহানুভূতি, সহযোগিতা, নিজ ধর্মপুস্তক পাঠ ও অনুধাবন, ও সর্বোপরি, সুশিক্ষিত ও চরিত্রবান হওয়া | এতেই শক্তিলাভ ও এই হল আত্মসংরক্ষণের উপায় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : সৌজন্যে, Vraja Mohana

No comments:

Post a Comment