Monday, 11 October 2021

এমন যদি হত


এমন যদি হত

-‐-----------------


আচ্ছা, স্বামীজী যদি সাধারণ ভক্তদের মত সুবিধাবাদী হতেন ? গা বাঁচিয়ে চলতেন ? সংসারে, সমাজে, সংস্থায়, সংঘে কোন বৈষম্য দেখলেও অপরের চোখে ভাল হওয়ার তাগিদে চুপ করে থাকতেন ? যদি সাধারণের ন্যায় কাপুরুষ হতেন ? নিজের স্বার্থটি শুধু রক্ষা করে চলতেন ? বেশ হত, না ? কি বলেন ? কিন্তু তা হল না | তাহলে আমরা কেন তা হব ? কেন স্বামীজীর ভক্ত বলে পরিচয় দেব অথচ তাঁর প্রদর্শিত পথের বিপরীত চলব ? স্বামীজীর মত সাহসী কেন হব না ? কেন সমাজের বৃহত্তর স্বার্থ নাশ করে নিজ ক্ষুদ্র স্বার্থ রক্ষা করার চেষ্টা করব ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment