Monday, 11 October 2021

ওপরে কে ?


ওপরে কে ?

-----------------


ভগবানকে দেখি প্রায়ই 'ওপরওয়ালা' বলে অনেকেই ডাকেন, আকাশের দিকে তাকিয়ে, আঙুল তুলে তাঁকে সম্বোধন করেন | এ তো বেশ | তা, তিনি তো শুধু দূরে থাকেন এমন নয়, তিনি তো কাছেও থাকেন, আমাদের হৃদয়ে, মস্তিষ্কে, আমাদের চেতনায়, চিন্তায়, ভাবে, ভালবাসায় | তাঁকে একটু এভাবেও দেখতে শিখি তাহলে |


আর 'ওপরওয়ালা' ? তাও তো দুই অর্থে ঠিক | এক, তিনি তো সর্বত্র | তাই তিনি ওপরেও বিরাজমান, অতএব, ওপরওয়ালা | দুই, বিদ্যাশক্তি ও ব্রহ্মরূপে তিনি লিঙ্গ, গুহ্য, নাভি -- চেতনার এই নিচের তিন স্তরের ওপরেই অধিষ্ঠান করেন, অতএব, ওপরওয়ালা | কিন্তু তাঁকে ওপরওয়ালা বলে মেঘের ওপরে, আকাশের পারে ঠাঁই দেন যাঁরা, ঠাকুর তাঁদের তমোগুণী ভক্ত বলেছেন | এইটি মনে রাখলেই সংজ্ঞাদোষ দূর হবে  আর ভগবানকে অন্তরতম সত্তারূপে ধারণা করা যাবে |


কিন্তু ঠিক ঠিক অনুভব সাধনসাপেক্ষ | বিষয়বুদ্ধি দূর হলে হবে | অবশ্য হবে | তখন অগ্নিতে, বায়ুতে তিনি, ওষধিতে, বনস্পতিতে তিনি, সমগ্র চরাচরে ওতোপ্রোত হয়ে রয়েছেন, এই প্রত্যক্ষ হবে | আর প্রকৃতিলীন হয়ে তাঁর সাথে একীভূত হবেন সিদ্ধজন, নচেৎ ব্রহ্মলীন হয়ে বিদেহমুক্ত হবেন |


ভগবানের তাই এত নাম -- ব্রহ্ম, শক্তি, মহামায়া, প্রকৃতি | তার সাথে না হয় জোড়াই গেল ওপরওয়ালা | 'ওপরওয়ালা'ই সই শুরুতে !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment