মোরা মার খেয়ে সব ভাই ভাই, মোদের কোনোই ধর্ম নাই ||
মোরা মার খেয়ে সব ভাই ভাই,
মোদের কোনোই ধর্ম নাই ||
---------------------------------------
সবচেয়ে ক্ষতিকারক হল এই মনোভাব -- ওরা আমাদের মারুক না কত মারবে | আমরা তো সর্বধর্মসমন্বয়ে বিশ্বাসী মহানুভব হিন্দু | আমরা ওদের শত অত্যাচার সহ্য করব, ওদের ধর্মানুষ্ঠানে ফেসবুক পোস্ট দেব, ওদের ধর্মপ্রতিষ্ঠাতার গুণকীর্তন করব | আমরা হিন্দু | আমরা উচ্চবিত্ত, পাশ্চাত্য মনোভাবাপন্ন, জাতে স্বার্থপর, পাতে পেট্রোডলার হিন্দু | আমাদের মাকে অপমান করলে, আমাদের ধনেপ্রাণে মারলে, আমাদের ধর্মচ্যুত, গৃহচ্যুত, দেশচ্যুত করলেই বা কি? আমরা তো বিশ্বমানব | আমাদের কি একটা ধর্ম ? না হয় ওদের ধর্মটাই নিলাম | ক্ষতি কি ? যে কোন ধর্ম দিয়েই তো পরম সত্যে পৌঁছনো যায় | অতএব, মারে মারুক | আমরা ঠিক বেঁচে থাকব দেখবেন বিধর্মীর ধর্ম গ্রহণ করে | চাপে !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment