Sunday, 24 October 2021

না পড়েও চলে বুঝি ? সবাই কি ঠাকুর ?




না পড়েও চলে বুঝি ? সবাই কি ঠাকুর ?

------------------------------------------------------


যৌবনে রামকৃষ্ণভক্তির উন্মেষকালে রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্য তন্ন তন্ন করে পড়েছিলাম সেই থেকে নিরন্তর ৩২ বছর | তারপর নেতাজী অন্তর্ধানবিষয়ে মনোনিবেশহেতু এই নিরবচ্ছিন্ন অধ্যয়নে বিক্ষেপ ঘটে | অবশ্য, ততদিনে ফেসবুকে পূর্ণমাত্রায় লেখালেখি শুরু হয়ে যাওয়ায় রামকৃষ্ণ-বিবেকানন্দ চর্চা অব্যাহত থাকে |


এইটি আবশ্যক | জপধ্যানাদি, পূজার্চনা ও জীবন নির্বাহকল্পে প্রাত্যহিক কর্ম সম্পাদনের সাথে সাথে ঐ পূজাপাঠের পাঠটি যেন ভুলে না যাই | ঠাকুর-মা-স্বামীজী বাণীরূপে রামকৃষ্ণ-বিবেকানন্দ সাহিত্যে আজও মূর্ত ব্রহ্মজ্যোতিস্বরূপ | পাঠে মন দিন | প্রত্যহ 'শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' ও 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' পড়ুন | তবেই বুঝবেন স্বধর্ম কি, দেশপ্রেম কি ; মানবপ্রেম যে নিছক নাস্তিকের বাকচাতুরী নয়, হৃদয়ে ঘনীভূত ভাবের উৎকর্ষ -- তা মর্মে মর্মে অনুভব করে ধন্য হবেন | জয়, শ্রীরামকৃষ্ণের জয় !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment