আমি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে অখণ্ড ভারতবর্ষ মানি, যে ভারত সনাতন ঐতিহ্যের ধারক ও বাহক | সহস্র, সহস্র বর্ষের সনাতন ধর্মের ধারা এই অখণ্ড ভারত ভূখণ্ডে বয়ে এসেছে, তাই ভারতবর্ষ | মাঝখানে একটু বিচ্ছেদলীলা সংঘটিত হচ্ছে ১৩০০ বর্ষ ধরে কিন্তু তাতে তো আর সনাতন ধর্মের শক্তিকে রোধ করা যাবে না | শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, "আধুনিক ধর্ম সব আসবে, যাবে | এক সনাতন ধর্মই থাকবে |" শ্রীরামকৃষ্ণ সত্যদ্রষ্টা, সত্যসংকল্প, ঋষিপূজ্য যুগাবতার | তাঁর বাক্য অমোঘ | অচিরেই তার যাথার্থ প্রমাণিত হবে |
আজ স্বামীজীর স্বপ্নের ভারত ত্রিখণ্ডিতা | স্বামীজী যখন কলম্বো থেকে আলমোরা পর্যন্ত ভারতাত্মাকে জাগাবার জন্য বক্তৃতা দিলেন তখন তিনি এই ত্রিখণ্ডিতা ভারতকে জাগাতে চাননি, অখণ্ড ভারতবর্ষের প্রাণশক্তির উদ্বোধন করেছিলেন |
ইতিহাসের গতি মানুষের সামগ্রিক কর্মফলের পরিণতি | বহমান নদীর ন্যায় তার আঁকাবাঁকা পথ কিন্তু গন্তব্য মহাসাগর | বিবর্তনের এই পাকচক্রে হিন্দু আজ বিপর্যস্ত, তাঁর স্বদেশ বিভাজিত, তাঁর ধর্ম বিধ্বস্ত কিন্তু তাঁর আত্মা আজও অবিনাশী, অমর | লক্ষ দুঃখ সহ্য করেও হিন্দু সমগ্র ভারতকে পুনরায় তাঁর বৈদিক সংস্কৃতিতে অভিষিক্ত করবেন | হিন্দুর এই হল লক্ষ্য, the spiritualisation of the entire subcontinent, of the entire world in due course. None can resist its onward motion, its vigorous course, its inevitable triumph.
No comments:
Post a Comment