Friday, 15 October 2021

আমি অখণ্ড ভারতবর্ষ মানি


আমি অখণ্ড ভারতবর্ষ মানি

--------------------------------------


আমি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে অখণ্ড ভারতবর্ষ মানি, যে ভারত সনাতন ঐতিহ্যের ধারক ও বাহক | সহস্র, সহস্র বর্ষের সনাতন ধর্মের ধারা এই অখণ্ড ভারত ভূখণ্ডে বয়ে এসেছে, তাই ভারতবর্ষ | মাঝখানে একটু বিচ্ছেদলীলা সংঘটিত হচ্ছে ১৩০০ বর্ষ ধরে কিন্তু তাতে তো আর সনাতন ধর্মের শক্তিকে রোধ করা যাবে না | শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, "আধুনিক ধর্ম সব আসবে, যাবে | এক সনাতন ধর্মই থাকবে |" শ্রীরামকৃষ্ণ সত্যদ্রষ্টা, সত্যসংকল্প, ঋষিপূজ্য যুগাবতার | তাঁর বাক্য অমোঘ | অচিরেই তার যাথার্থ প্রমাণিত হবে |


আজ স্বামীজীর স্বপ্নের ভারত ত্রিখণ্ডিতা | স্বামীজী যখন কলম্বো থেকে আলমোরা পর্যন্ত ভারতাত্মাকে জাগাবার জন্য বক্তৃতা দিলেন তখন তিনি এই ত্রিখণ্ডিতা ভারতকে জাগাতে চাননি, অখণ্ড ভারতবর্ষের প্রাণশক্তির উদ্বোধন করেছিলেন |


ইতিহাসের গতি মানুষের সামগ্রিক কর্মফলের পরিণতি | বহমান নদীর ন্যায় তার আঁকাবাঁকা পথ কিন্তু গন্তব্য মহাসাগর | বিবর্তনের এই পাকচক্রে হিন্দু আজ বিপর্যস্ত, তাঁর স্বদেশ বিভাজিত, তাঁর ধর্ম বিধ্বস্ত কিন্তু তাঁর আত্মা আজও অবিনাশী, অমর | লক্ষ দুঃখ সহ্য করেও হিন্দু সমগ্র ভারতকে পুনরায় তাঁর বৈদিক সংস্কৃতিতে অভিষিক্ত করবেন | হিন্দুর এই হল লক্ষ্য, the spiritualisation of the entire subcontinent, of the entire world in due course. None can resist its onward motion, its vigorous course, its inevitable triumph.


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment