Sunday 10 October 2021

আবার আসিব ফিরে আমি


আবার আসিব ফিরে আমি |

এই ধরাধামে, এই পৃথ্বীতলে

আবার আসিব ফিরে আমি

----------------------------------------


ঠাকুর আবার এসে আমাদের সমস্যা সমাধান করবেন -- এই ভাবটি তমোগুণী | এতে নিজের দায়িত্ব এড়ানো হয় সমাজের প্রতি | দিব্যি সুখে থাকব নিজের স্বার্থটি সুন্দর রক্ষা করে আর বেচারা ঠাকুরকে খাটিয়ে নেব সমাজের আবর্জনা পরিস্কার করার জন্য | এ কথা বলার অর্থ এই নয় যে তিনি আসবেন না বা তাঁর আসা নির্থক অথবা আর কিছু | তিনি নিজমুখে অঙ্গিকার করে গেছেন বায়ুকোণে আবার আসবেন বলে, কোন মতানুযায়ী ১০০ বছর পরে আবার কোন মতানুযায়ী ২০০ বছর পরে | কিন্তু আসবেন এ কথা ঠিক | বক্তব্য হল এই যে আমরা ভক্তের দল কি পরিমাণ তমোগুণী যে সেই সুবাদে ঠাকুরের বাণীপালনে আগ্রহ প্রকাশ না করে ঠাকুরের পুনরাগমনের অপেক্ষায় বসে থাকি ও নিজের স্বার্থটুকু রক্ষা করে সমাজের স্বার্থের প্রতি কোন কর্তব্য করি না | এই না হলে ভক্ত আর এই না হলে ভক্তি ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment