Saturday, 16 October 2021

বাংলাদেশে মা দূর্গার এঁরা কেমন সন্তান যে মাতৃহন্তা এঁরা ?


বাংলাদেশে মা দূর্গার এঁরা কেমন সন্তান যে মাতৃহন্তা এঁরা ?

-----------------------------------------------------


দেবী দূর্গার অবমাননা যাঁরা করলেন বাংলাদেশে, তাঁরা বিভ্রান্ত অশিক্ষা ও কুশিক্ষার দ্বারা | এরই নাম ধর্মান্ধতা যা শৈশব হতে দীর্ঘদিনের মগজ ধোলাইয়ের ফল | তাই অনুগ্রহ করে শিশুবয়স থেকে বাচ্চাদের মস্তিষ্কে বিষাক্ত ধর্মীয় কুসংস্কার ভরে দেবেন না | তাদের বাড়তে দিন স্বাধীনভাবে, কারো দাসত্ব করে নয় | আর মনে রাখবেন, 'সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই |' কোনো ধর্ম বা ধর্মগ্রন্থ মানুষের চেয়ে বড় নয় | মানুষেরই জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment