সত্যের আঁটি আছে, আঁট নেই
সত্যের আঁটি আছে, আঁট নেই
------------------------------------------
সত্যের আঁট থাকা চাই | কিন্তু সত্যের আঁট আছে কই ? আঁট তো মিথ্যা মায়ালোকে | সেথা থাকবে কেমন করে ? হ্যাঁ, সত্যের আঁটি আছে বটে, আঁট নেই | ওই আঁটিটি যাবার নয় কারণ দেশ, অর্থাৎ, space, আঁটিতে আঁটা | তাই আঁটি যাবে কোথা ? সত্যের আঁটি সত্যতেই বিরাজমান, সত্যের আঁট মায়ায় খেয়ে ফেলেছে | বড় সুস্বাদু ! তাই সকলে সমস্বরে বলুন, "হে প্রভু, হে মিথ্যামায়া, আমাদের আশীর্বাদ করো যেন আঁট থেকে আঁটিতে যাই | 'আঁট মা আঁটি গময়ো |' "
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment