Monday 4 October 2021

MESSAGES GALORE ... 3


MESSAGES GALORE ... 3


1. Miracles do not prove the existence of God.


2. Should Godmen breed fresh superstition in the minds of men?


3. The power which Godmen wield over masses of men comes from the men themselves.


4. There's a great deal of auto-suggestion and self-hypnosis involved in the devotion we see in common men for Godmen.


5. It is the life of a saint that proves his saintliness more than the message he delivers or the miracles he supposedly performs.


6. The only way to do away with needless hindrances in the way of forging love-bonds and marital union thereof is to lead the civil life free of the cultural and doctrinaire trappings of religion.


7. They who do not have sublimity in their heart hardly understand what love is. For them it is merely bodily passion.


8. Zakir Naik should be presented 'The Complete Works of Swami Vivekananda'. Let him read. Then better sense will prevail. He might even consider converting to Hinduism instead of converting Hindus to Islam.


9. ভাষা ও ভাব যদি দুর্বল, ভোগসম্পন্ন হয়, তা জাতির চারিত্রিক দুর্বলতার পরিচায়ক | একই ভাবে ভাষা ও ভাবের সবলতা জাতির চারিত্রিক সবলতার নিদর্শন |


10. Reject God. Accept yourself.


11. ঠাকুর বলেছিলেন নানা সুরে বাজাতে সানাই কিন্তু ভক্তেরা ভক্তির একপোঁ ধরেই আছেন | হা ঠাকুর ! তোমায় কেউ মানে না |


12. I find it difficult to believe in most of the things that religion says. May be only Advaita Vedanta is true, may be not.


13. God must be impersonal principle and not a personality as such. We model It as a person out of our human limitation.


14. If the universe is a delusion there can be nothing called truth. And if there be truth yet, it must be unitary and transcendental.


15. Is truth to be sought along the horizontal axis across billions of years of natural evolution or is it to be sought along the vertical axis through one's own nervous system in the depths of one's being ? Whither lies truth ?


16. ভগবান কি আছেন ? ভগবানলাভ কি সম্ভব ?


17. বিশ্বাসে কি সত্যিই কৃষ্ণ মেলে ? কৃষ্ণ কি ভগবান ?


18. ভগবান কি মানুষরূপে আসেন ? এও কি সম্ভব ? আর যদি বা সম্ভবও হয়, তবুও তিনি কি সত্যিই অবতীর্ণ হন আমাদের মাঝে ?


19. কত জিজ্ঞাসা ? সবাই উত্তর দিয়ে যাচ্ছেন | কিন্তু কেউ জানেন কি ?


20. ভাষা | ধ্বনির প্রকম্পন, শব্দের সংযোজন, ভাবের অভিব্যক্তি | কিন্তু যা অস্ফুট ? তাকে জানব কি করে ?


21. ভগবান করুণাময় | তাহলে এত অসাম্য কেন জগতে ? কেন এই ভীষণ অর্থনৈতিক বৈষম্য যার দ্বারা পিষ্ট জগতের অধিকাংশ মানুৃষ ?


22. কর্ম ও কৃপা -- এই দুই কি একই সাথে সম্ভব ? ভগবান যখন কৃপা করেন, তখন কি তিনি জীবের কর্ম নিজ ঐশী কর্মে রূপান্তরিত করে জীবকে কর্মফল হতে মুক্ত করেন ? একেই কি খৃষ্ঠধর্ম যীশুর মানবকুলের পাপগ্রহণ বলে অভিহিত করেছেন ? শয়তানপ্রদত্ত আপেল কি সেই অজ্ঞানকর্মেরই প্রতীক ?


23. ভগবান আছেন, অনেকে বলেন | অনেকে আবার তিনি নেই, এমন বলেন | সত্যটা কি ? কেউ কি জানেন ?


24. সত্যকে পাওয়ার এত পথ | কিন্তু কোন পথটা সত্য ? সব পথেই কি তাঁকে পাওয়া যায় ? নাকি আদতে পথ একটাই ?


25. এত ক্ষুদ্র মানুষের শরীর, এত বিরাট এই ব্রহ্মাণ্ড | এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে সে সব রহস্য বুঝবে, এমনই পণ করেছে | বুঝতে পারবে কি ?


26. ঈশ্বর আর জাগতিক ঐশ্বর্য্য কি সহাবস্থান করেন ?


27. Sri Ramakrishna is long gone from the earth. Has anyone met anybody of his spiritual stature since then?


28. আজ ১৩৫ বছর হল শ্রীরামকৃষ্ণ দেহরক্ষা করেছেন | তাঁর তিরোধানের পরে কেউ কোথাও তাঁর মত অবতারপুরুষ দেখেছেন ?


29. ঠাকুর বলেছিলেন ১০০ বছর পরে বায়ুকোণে তাঁর আবার দেহ হবে | ১০০ বছর তো অতিক্রান্ত | তাহলে কি তিনি এসে গেছেন ? আমাদের মধ্যেই আছেন কোথাও গোপনে ?


30. সব অন্ধকার নয় ; পূব আলোকিত | ঠাকুর, সম্ভবত, হয় এসে গেছেন, নয় তাঁর আগমন আসন্ন |


31.

সরল হল

তো মন তরল হল,

বইল ভগবৎখাতে |

বক্র হল

তো চক্র হল,

রইল জগত উৎপাতে |


32. মনে সন্তোষটি থাকা চাই | নইলে মনগড়া মেলা অশান্তি |


33.

আমি চড়িয়ে ধেনু,

বাজিয়ে বেণু,

এই গেনু

আর এই এনু |


34. বুদ্ধিহীনের অপর নাম 'ৎ' (খণ্ডত্ত, অর্থাৎ, খণ্ডিত বুদ্ধিযুক্ত, থুড়ি, খণ্ডত্থ, অর্থাৎ, ব্যাপার দেখে আমি তো 'থ') |


35. কদিন আগ পর্যন্ত ছিল voice recognition কিন্তু ইদানিং দেখছি সর্বত্রই ভঁয়েস (buffalo) recognition | কোনদিকে যায়রে বাবা ?


36. স্বামী দেবানন্দ - নামটা মনে পড়তেই মন চন্দন হয়ে গেল |


37. "তুই আমায় রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি ?" - মা ক্ষীর ভবানী পুত্র বিবেকানন্দকে ভর্ৎসনারতা |


38. মন্দির ধ্বংস করে, দেশ ভাগ করে, হিন্দুকে হাজার বছর ধরে ধর্মান্তর করে কি সনাতন ধর্মকে শেষ করা গেল ? বৃথা পণ্ডশ্রম !


39. দরিদ্রই দেশের শক্তি কারণ তারা সংখ্যায় বিপুল, সংস্কৃতিতে স্বাদেশিক ও জীবনযুদ্ধে পারঙ্গম | এই দরিদ্রের উন্নতিতেই জাতির উত্থান, রাষ্ট্রের হীত ও ধর্মের রক্ষা |


40. Thou duality, the devil that divides, be thou destroyed !


41. রসের কথা এই -- সমাজের আজ diabetes, রসিকতা প্রায় শেষ, রসবোধ 'gone with the wind' |


42.

বুদ্ধিতে আগে ছিল খিলানের কাজ,

এখন বুদ্ধিতে বসে পাইক বরকন্দাজ |


43. লোকে এত মোটা (স্থূল) লেখা পছন্দ করে আবার ছোটে gymএ রোগা হতে | কাইণ্ডখানা সমৎকার ! আরে মশাই, সূক্ষ্মে আসুন | তবে তো |


44. Social mediaর 'like' trend, post আর comments যদি সাধারণের বুদ্ধির পরিচায়ক হয়, তো বুদ্ধি বন্ধকে, সমাজ সিন্দুকে |


45. গণৎকার কি কয়েন ? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি ?


46. শুদ্র জাগছে, সংস্কৃতি ডুবছে | সংস্কৃত, তুমি শেষ |


47. সমাজের latest trend -- মোটা বুদ্ধি, রোগা শরীর | Gymটি করা চাই, পড়াশোনা করি আর নাই করি | মোটের ওপর এই অবস্থা এখন |


48. কা পুরুষ ? কোথা পুরুষ ? ঊইড়া গেল নাকি বঠে ?


49. আসুন, আরবি পড়ি | সংস্কৃত তো কেউ পড়ব না | অগত্যা, আরবিই সই !


50. ঠাকুর বলেছিলেন, "শিবজ্ঞানে জীবসেবা |" তা, বেশ বেশ ! জীবজ্ঞানে শিবসেবা হচ্ছে | মন্দ কি ?


51.

Story : Mirror, mirror, how do I look today? Beautiful, na?

Mirror : Too much ! Just too much !


52. জগৎটা কি জানেন, দাদা ? খোল আর খোলার কারবার |


53. একদিন বাঙালীর পূর্বপুরুষ সম্পূর্ণ সনাতনী ছিল | আর আজ দুই তৃতীয়াংশ বাঙালী মুসলমান ধর্মাবলম্বি | কোথায় ভুল হল ?


54. There is nothing called a moderate fanatic or a liberal fanatic. A fanatic is a fanatic and must be resisted.


55. মহামায়ার এমনই প্যাঁচ যে যাই লিখি লোকে বোঝে উল্টো | রসিকা মা আমার !


56. সারা বিশ্বে সনাতন ধর্মের বহুল প্রচার বিশেষ প্রয়োজন | এছাড়া মতান্ধতাকে দূর করা যাবে না | এ নাস্তিকতারও কর্ম নয় কারণ সেটিও একটি অন্ধ মতমাত্র কার্যক্ষেত্রে ও বিশেষ অসহিষ্ণু |


57. ঠাকুরের ছবির প্রতি অতি আনুগত্য ঠাকুরের ভাবের প্রতি অবহেলার প্রতীক | ভেবে দেখুন | স্বামীজী বলেছিলেন, "Principle, not personality, must be preached."


58. রামকৃষ্ণ মিশনের অগণিত ভক্তের কাছে করজোড়ে অনুনয়, ঠাকুরের ছবিতে ঠাকুরকে বেঁধে বধ করবেন না | ওঁকে জনকল্যাণে বাঁচতে দিন |


59. প্রতিদিন কি ভাল লাগে নিজের ছবি দেখতে, দেখাতে story করে ?


60. Does not a person get bored to put up her 'beautiful' face on public display everyday as Facebook Story?


61. For men it is manliness, and for women? Why? womanliness with all its implicit strength.


62. Propaganda can win support for a cause for sometime but not for all time. There must be substance to sustain it for long.


63. Politics must not be personality-based. It should be principle-based.


64. We have to learn to appreciate each other a bit more, recognise each other's work more wholeheartedly and encourage each other in our endeavours. Only then may we deserve being called worthy men and women of some use to society.


65.

We have to learn to appreciate each other a bit more, recognise each other's work more wholeheartedly and encourage each other in our endeavours. Only then may we deserve being called worthy men and women of some use to society. Above all we have to learn to smile a bit more. Scouling faces do not make for social harmony. Let us be less self-possessed, less self-obsessed, more selfless, generous and simple. It will be more profitable for both individual and for the collective for sure.


Written by Sugata Bose


66. আমি নতুনের অভিলাষী |


67. মনকে নতুন জামা পরাব পূজোয় এবার |


68. সবই দেখছি অভ্যাসের দাস, নতুন ভাব গ্রহণে পরাঙ্মুখ |


69. 

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠিতা স্বামী প্রণবানন্দের বাণীতে স্বামী বিবেকানন্দের ঝলক দেখি | মনে হয় যেন দ্বিতীয় বিবেকানন্দ, কেবল আরো প্রবল | বাণী তো নয়, যেন বজ্রনির্ঘোষ |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


70. 


ভাবুন দেখি কেমন সুন্দর হত যদি রামকৃষ্ণ মিশনের সাধুরা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের গুণগান গাইতেন আর ভারত সেবাশ্রম সংঘের সাধুরা স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি দিতেন | নিন্দা কেউই করেন না কিন্তু গুণকীর্তন করেন কই ?


71. ব্রহ্মচর্যের সংজ্ঞা হল ইন্দ্রীয়নিগ্রহ, অর্থাৎ, মায়িক বিষয়কে বিচার, বিবেক ও বৈরাগ্যের দ্বারা মুহুর্মুহু প্রতিহত করা |


72. Do we lack in scholarship that we always comment on the appended photos and not on the posts proper? I never do it, though.


73. আগে ভগবানলাভ না আগে ধর্মপ্রচার ? হিন্দুর আজ কোনটা আবশ্যক বেশী ?


74. 

ভোগ শেষ না হলে কি আর ভক্তি আসে ? তাই রজোস্তমোগুণী মানুষের ভক্তির আকার আছে, সার বস্তু নেই | এখন দেশে চাই অভ্যুদ্বয় | পরে নিঃশ্রেয়স আসবে ভোগ ক্ষয় হলে কতক |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


75. ঠাকুর কি শুধুই ছবি ?


76.

ভক্ত : মা, তারা ! তারা ! তারা !


তারা মা : তুই নিজের পায়ে দাঁড়া,

এক্কেবারে খাড়া |


77. আত্মসংস্কার যিনি করেননি, সমাজসংস্কার তিনি করবেন কি করে ?


78. এ এক এমনই যে দুই হওয়া অসম্ভব |


79. ভক্তি না ছুঁৎমার্গ ? ভক্ত না ছুঁৎমার্গি ?


80.

A veritable lion among men, a monk in the mould of a Vivekananda in his patriotic aspect, a founder of a spiritual order, an inspirational figure, raging renunciation in flesh and form, a real icon for the youth of India, a successor to the cyclonic monk, a power yet in potential form ready to burst upon society in all its might, dynamic leader, mystic, spiritual master and the perfect personification of manhood, Swami Pranavananda remains one of modern India's best nation-builders.


Written by Sugata Bose


81. Vivekananda on his last day on earth had predicted the rise of countless Vivekanandas in future. Shall we try and become even a semblance of such a one?


82. লোকমান্যের এতটুকু বাসনা থাকলে আধ্যাত্মিক অথবা নৈতিক কোন উন্নত কর্মই করা যায় না |


83. লোকমান্য বিত্তবাসনারই নামান্তর |


84. Not by claim does a person love but a person loves simply by loving. No other emotion finds audience where loves holds her regal sway.


85. 


মায়ার হাত থেকে বাঁচতে হলে সাধুসঙ্গ করা ছাড়া উপায় নেই | একটি সহজলভ্য উপায় আছে যদিও | কথামৃত পাঠ আর ইউটিউবে নিজের অভিরুচিমত সাধুদের কথা শোনা |


86. আমরা যত কাজ করব দেশ তত এগোবে |


87. মা হৃদয়ে আছেন সদাজাগ্রতা | তবে কেন আমরা জাগ্রত নই ? মায়া !


88. এই ব্রহ্মাণ্ডই বস্তুতঃ ব্রহ্ম |


89. মানুষ মানুষ নয়, ভগবান |


90. এই শরীরটা দিয়ে মা ঢেকে রেখেছেন সত্যকে | আবার এই শরীরের মাধ্যমেই সত্যলাভ |


91. যে মণ্ডপে বাহার বেশী, যে প্যাণ্ডেলে 'থীম' মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য শ্রদ্ধাহীনতার পরিচয় বহন করছে, সেখানে মা নেই |


92. জুতো নিয়েই থাকো, পূজো দিয়ে আর কাজ নেই | মা তোমার অশ্রদ্ধার আসনে অধিষ্ঠিতা হবেন এমন ভ্রমে থেকো না |


93.

প্রতিটি বিদ্যারূপ নারী মা দুর্গার প্রতীক | এই নারীশক্তির উদ্বোধনহেতু স্বামীজী বেলুড় মঠে দুর্গাপূজার সূচনা করেছিলেন, কুমারীপূজা করিয়েছিলেন | স্বয়ং দুর্গাদেবী এসে পূজা সার্থক করে গেছিলেন | কে তিনি ?


94. চারিদিকে মহা তরঙ্গ খেলছে | মা জনে জনে হৃদয়ে জাগ্রতা | এই সময় স্মরণের, শরণের |


95. ভয় নয়, ভালবাসা | ভগবানকে কি কেউ ভয় পায় ? সে তো আপনার জন, নিজের বাপ-মা, নিজের সত্তা, স্বরূপ |


96. We are but straws carried by the current of life. One day hither, the next day gone.


97. In the whole world there is not a man that stands up for truth. All compromise at varying stages, afraid to call a spade a spade.


98. আগে শক্তি অর্জন, পরে অপরকে প্রবচন |


99. ভক্তি, অর্থাৎ, মায়ারাহিত্য জীবনের প্রতিটি সম্পর্কে, সম্বন্ধে |


100. Reading Facebook and WhatsApp messages one is tempted to believe that schools never taught punctuation to students.

No comments:

Post a Comment