Sunday 10 October 2021

দুর্গা ! দুর্গা !


দুর্গা ! দুর্গা !

----------------


দুর্গা ! দুর্গা ! এই সম্বোধনেই শেষ করতেন কথাবার্তা স্বামী সম্পূর্ণানন্দজী মহারাজ (মূরলী মহারাজ) |


মহারাজ, আপনি আমার বন্ধু ছিলেন, তাই আমার ভালবাসাই পাঠালাম আপনার উদ্দেশ্যে, প্রণাম নয় | আপনার সাথে পরিচয় না হলে একজন সাধু যে কত সরল, সুন্দর ও আন্তরিক হতে পারেন, এ পরিচয় এমনভাবে পেতাম না | আজ দুর্গাপূজার শুভারম্ভে আপনার মুখটা মনে পড়ে গেল ওই 'দুর্গা !' 'দুর্গা!' ডাকের জন্য হয়ত | আজ আপনার অনুপস্থিতির শূণ্যতা ওই ডাকেই পূর্ণ করি | দুর্গা ! দুর্গা ! আপনার উদ্দশ্যে পাঠালাম | আমাদের জীবন সুরভিত করে গেলেন | ভুলব না আপনাকে | দুর্গা ! দুর্গা !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment