Sunday, 10 October 2021

সত্যম, শিবম, সুন্দরম


সত্যম, শিবম, সুন্দরম

-------------------------------


ঠাকুর প্রতিমার সৌন্দর্য্যের ওপর জোর দিয়েছেন | এই অর্থে তাহলে কি বলা যায় না যে মেয়েদের সৌন্দর্য্য গৃহিত যদি তা শুদ্ধমনের প্রকাশক হয় সেই সহযোগে ? সত্যম, শিবম, সুন্দরম -- এই তিন তত্ত্বের শেষটিকে স্বীকৃতি দিলেন ঠাকুর তাহলে | সত্যরক্ষা করেছেন নিজে সারাজীবন ও কল্যাণকর্ম ছাড়া আর কোন কর্মই করেন নি | তাই সত্যম আর শিবমকেও স্বীকৃতি দিয়েছেন যুগাবতার | অর্থাৎ, তিনতত্ত্বই যথোচিত স্বীকৃতি পেল নরদেবের নিকট |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment