শিব দেখে কই ?
শিব দেখে কই ?
-----------------------
প্রতিটি মানুষকে ঈশ্বর দেখছি একথা মুখে বললে তো হবে না, ব্যবহারে পরিণত করতে হবে | কে, কোথায়, কাকে শিবজ্ঞান করছেন ? জীবরূপেই সম্মান পাচ্ছেন না মানুষ, তার আর শিবজ্ঞান ! আদর্শ মহৎ, রূপায়ণের বড়ই অভাব | আমি একজন মানুষকে চিনতাম যদিও যিনি সকলকে ঈশ্বরজ্ঞানে 'আপনি' সম্বোধন করতেন ও খুব সম্মান করতেন | আবালবৃদ্ধবনিতা, সকলকে 'আপনি' বলে ডাকতেন আর কী অদ্ভূত সমীহ করতেন ! তিনি হলেন শ্রীমর প্রদৌহিত্র, অকৃতদার, জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত শ্রী শান্তি সেন | এই একজন মানুষকে দেখেছিলাম এত সাধু ও গৃহির মাঝে যিনি যথাযথ সম্মান দিতেন মানুষকে শিবজ্ঞানে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment