Wednesday 20 October 2021

বাংলাদেশকে ওরা হিন্দুশুণ্য করতে চায় 

বাংলাদেশকে ওরা হিন্দুশুণ্য করতে চায় 

------------------------------------------------------


নিজের ঘরে আগুন না লাগলে বুঝি দমকলকে ডাকতে নেই প্রতিবেশীর ঘরে আগুন লাগলেও ? সে তো চূড়ান্ত নির্বুদ্ধিতার কাজ | ও আগুন তো এঘরেও আসবে |


আগুনের আগমনী সংগীত শোনা যায় দুর্গার দুর্গতির মাঝে | গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু গনহত্যার শিকার মুসলমান মৌলবাদের হাতে আর এখানকার মানুষজন দিব্যি নিজেদের তুচ্ছ ভোগবিলাস নিয়ে আত্মমগ্ন | একজন যুবতী তো আমায় বলেই দিলেন, "Not bothered. Thank you."


হায় বাংলা ! শুধু ভুখণ্ড বিভাজিত হয় নি, হৃদয়ের বিভাজনও ঘটেছে | এভাবে নিম্ন ভোগের পেছনে ছুটলে সামনে বিপদ | স্বামীজী বলেছিলেন, এভাবে তিন প্রজন্মে জাতি হিসেবে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব | বাংলাদেশে যা ঘটছে তাতে মহাপুরুষের ঐ অমোঘ বাণী ফলে যাচ্ছে | বাংলাদেশকে হিন্দুশুণ্য করতে চায় মুসলমান মৌলবাদীর দল | এখানেও ধীরে ধীরে হিন্দুর সর্বনাশ সাধন হচ্ছে | তার দায়ভার হিন্দুর নিজের |


ভেবে দেখুন, এখনও নিজেকে নিয়ে মত্ত থাকবেন না জাতির সুদীর্ঘ, সমৃদ্ধিশালী জীবনের জন্য ভাববেন | স্বামীজী বলেছিলেন, "Sacrifice has been the law in the past ages. Alas! it shall be the law in the future as well. Buddhas by the thousands will have to be sacrificed." আমরা যদি সেই আত্মবলিদান নাও দিতে পারি, আমরা কি একটু আত্মসংযম করে এই মুহূর্তে দুর্গত হিন্দুদের পাশে দাঁড়াতে পারি না সহানুভূতির হৃদয় নিয়ে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment