Wednesday, 20 October 2021

আশ্চর্য আত্মবিস্মরণ !

আশ্চর্য আত্মবিস্মরণ !

-------------------------------


সাধারণ মানুষ এত স্বার্থপর ? এতবড় হিন্দু গনহত্যা চলছে বাংলাদেশে আর এঁরা নিজেদের নিত্য নতুন ছবি দিচ্ছেন storyতে | কেউ কেউ আবার চিত্রতারকাদের ছবি রোজ দিচ্ছেন | কি অপার অনীহা আত্মসংরক্ষণে ! অতীতকে দেখে, বর্তমানকে দেখে এতটুকুও ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা নেই | এই না হলে শিক্ষা ? এঁদের নিজের ঘরে বিপর্যয় না এলে ঘুম ভাঙে না | আশ্চর্য আত্মবিস্মরণ !


হোথা পুড়ছে মানুষ, উড়ছে ছাই |

হেথা ভোগবিলাসের অন্ত নাই ||


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment