ভক্তির ছড়াছড়ি
ভক্তির ছড়াছড়ি
-----------------------
ঠাকুরের ভক্তরূপে নিজেদের পরিচয় দেওয়ার আগে আমাদের ভেবে দেখা উচিত যে আমরা তাঁর দেওয়া শিক্ষা গ্রহণ করেছি কিনা, তা পালন করার যথার্থ চেষ্টা করছি কিনা | শুধু তাঁর নাম গুণকীর্তন করছি, এইটা সকলকে জানান দিয়ে জনমানসে নিজের প্রতিষ্ঠা বাড়ানোর প্রচেষ্টাকে আর যাই বলা যাক ভক্তি বলা চলে না |
এ তো গেল সাধারণ ভক্তের কথা | এর ওপরের থাকে অবস্থান করার চেষ্টায় আছেন আর এক দল যাঁরা নিয়ত উপদেশ দিয়ে চলেছেন ভক্তদের কি করণীয় আর কি নয় | কেউ কেউ আবার তা প্রচার করেন অতি মিষ্ট সুরে যাতে সকলের প্রিয় হতে পারেন ও তাঁদের প্রদত্ত 'বাণী'গুলি জনমানসে গ্রথিত হয় |
এই হল আজ অবস্থা | এখন চাই জ্বলন্ত চরিত্র, আত্মপ্রচার নয়, আত্নপ্রতিষ্ঠা নয়, আত্মশ্লাঘাও নয় -- এমন চরিত্র যা মানুষকে অণুপ্রাণিত করতে পারে বলিষ্ঠ, উন্নত, আত্মনিষ্ঠ, পরহিতৈষী, সেবাপরায়ণ জীবন যাপন করতে | বাকি সব বৃথা পণ্ডশ্রম কারণ তার উদ্দেশ্য নিজ ক্ষুদ্রস্বার্থরক্ষা, বিরাট লোকসংগ্রহ নয় |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment