কোথা সত্য ?
কোথা সত্য ?
------------------
'সত্যের জন্য পৃথিবীর যাবতীয় বস্তু ত্যাগ করা যায় কিন্তু কোন কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না |' এই মর্মে স্বামীজী কথা বলেছিলেন | এটি মনে রেখে জিজ্ঞাসা করছি, আজ কি একজনও স্বামীজীর যথার্থ অনুগামী আছেন ? তাঁকে তো শুধু ভক্ত বা সাধু হলেই হবে না, বীর হতে হবে | ধর্মের নামে কাপুরুষতা, আপস যাঁরা করেন, আংশিক সত্যজ্ঞাপন আর আংশিক গোপন করেন যাঁরা, তাঁদের তো আর স্বামীজীর যথার্থ অনুগামী বলা চলে না | একটি মিথ্যাচারও যিনি করলেন সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অথবা সকলের চোখে ভাল হওয়ার জন্য, তিনি কপটাচারী হলেন, ভক্ত কিম্বা সাধু আর রইলেন না | সত্যভ্রষ্ট হয়ে এরূপ উপাধিলাভের যোগ্যতা হারায় মানুষ | তথাকথিত আন্তর্ধামিক জনসম্পৃতি রক্ষাকল্পে মিথ্যাভাষণ অথবা সত্যগোপন, পূর্ণ কিম্বা আংশিকভাবে, যথার্থ সাধুতার পরিচায়ক নয় | মান, যশ ও খ্যাতির লোভে অথবা সংঘগত স্বার্থরক্ষার্থে অনর্থক মিথ্যাভাষণ সমর্থনযোগ্য নয় |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment