Sunday 17 October 2021

উপায় কি ?


উপায় কি ?

-----------------


সাধারণ দর্শক হিন্দুর প্রথমতঃ কাপুরুষতা বর্জন করে স্বধর্মরক্ষার্থে কাজে নামতে হবে | শুধু দুটো দুধে ভেজা, মিস্টি বুলি আওড়লে দিলাম কিম্বা তাও দিলাম না, এমন করলে চলবে না | স্বামীজী কি বলেছেন? "আমি কাপুরুষতা ঘৃণা করি |"


ভক্ত আজ ঈশ্বরপ্রেমকে আশ্রয় করে বেঁচে নেই, আছে নিজস্বার্থ ষোল আনা রক্ষা করে | এটি হলে চলবে না | ভক্ত একমাত্র তাঁকে বলি যিনি নিজেকে পরহিতার্থে সম্পূর্ণ বলি দিতে সদা প্রস্তুত | তিনি তো তথাকথিত ভক্তের ন্যায় ভেজা কাঠ হন না | তাঁর স্বভাব শৌর্যে পূর্ণ | তিনি নির্ভিক, আপসহীন, নিঃস্বার্থ, স্বধর্মরক্ষার্থে তৎপর | এমনটি হাজারে হাজারে হলে হিন্দুর গায়ে হাত দেবার সাহস পাবে না এই সকল দুর্বৃত্তের দল |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment