Sunday 17 October 2021

বাংলাদেশের বিবর্জিতা, জগতের গৌরব, ধার্মিকের শিক্ষার স্থল



বাংলাদেশের বিবর্জিতা, জগতের গৌরব, ধার্মিকের শিক্ষার স্থল

‐-----------------------------------------------------------------------------


তসলিমা নাসরীন নাস্তিক কিন্তু মানবতাবাদী, নির্ভিক, অকপট, অর্থাৎ, ধার্মিক | আর আমরা যাঁরা রামকৃষ্ণপন্থি বলে নিজেদের পরিচয় দিয়ে গর্ববোধ করি, যুগাবতারের বাণী প্রচার করে আত্মপ্রসাদ পাই, আমরা হলাম আস্তিক কিন্তু কাপুরুষ, স্বার্থপর, চূড়ান্ত অধার্মিক | স্বামীজীর এই মানসকন্যাটি স্বামীজীর পাশেই স্থান পাওয়ার অধিকারিণী বলে মনে করি | তাই পাশেই প্রতিষ্ঠা করলাম এই নির্ভিক নারীকে যাঁকে দেখে কাপুরুষদের শিক্ষা নেওয়া উচিত অকপট সত্যভাষণ কিভাবে করতে হয় |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment