Friday, 22 October 2021

সেদিনও যা, আজও তা

সেদিনও যা, আজও তা

---------------------------------


পূর্বপাকিস্তান হিন্দুদের গণহত্যা দ্বারা তৈরী হয়েছিল | সেদিন তাঁর পুরোধাপুরুষ কে ছিলেন বাংলায় ? কে ছিলেন তাঁর মুখ্য, বিশ্বস্ত সহকারি ? ইতিহাস ঘাঁটুন | উত্তর পাবেন | তাহলেই বুৃঝতে পারবেন আজ বাংলাদেশে যা হচ্ছে তা তারই পুনরাবৃত্তি |


১৯৪৬এর নোয়াখালী আজ তার ৭৫ বর্ষ এইভাবেই উদযাপন করছে ২০২১এ | সেদিন ছিলেন একজন অন্যতম শীর্ষনেতৃত্বে আর আজ সম্পর্কগতভাবে আর একজন শীর্ষনেতৃত্বে |


এ কদিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার যা হচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় | তা এক সহস্রাধিক বছরের সুপরিকল্পিত বিধর্মিহত্যার অব্যাহত ধারা | তাই বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী সবিশেষ প্রচেষ্টা করলেও কিছুই করতে পারবেন না হিন্দুর রক্ষাকল্পে যদি না তিনি তুরস্কের মুস্তাফা কামাল পাশার ন্যায় দমন করেন ইসলামী মৌলবাদ | কিন্তু তা তো তিনি করবেন না | তিনি শাক দিয়ে মাছ ঢাকবেন সাময়িক | তারপর যে কে সেই, একই ঘটনার পুনরাবৃত্তি চলতে থাকবে বাংলাদেশে যতদিন না তা হিন্দুশূণ্য হয় |


জয়, বাংলাদেশের জয় !


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment