স্বদেশমন্ত্র
স্বদেশমন্ত্র
প্রতিটি শব্দ মন্ত্র, অনুধ্যনযোগ্য | এঁর মধ্যে নিহিত আছে ভারতের ভবিষ্যৎসিদ্ধির মূলমন্ত্র, ভারত-ঐতিহ্যের সারাংশ | বাণীরূপে স্বামীজী এখানে মূর্ত ঘনীভূত ভারতবর্ষরূপে (Condensed India) | একদিন এই বাণীকে কেন্দ্র করেই ভারত স্বাধীনতা লাভ করেছিল | আবার এই বাণীকে ভুলে গিয়েই ভারতের ঘটেছে ঘোর পতন | কিন্তু অমর, শাশ্বত এ বাণী তাঁর যুগান্তকারী অমোঘ শক্তি ধারণ করে হিমালয়সম আজও দণ্ডায়মান ভারত উদ্ধারকল্পে | তাই বিভ্রান্তিকর নাস্তিক্যবাদকে নিজজীবনে স্থান দেবেন না, ঋষিবাক্য শ্রবণ করুন ও স্বধর্মপালনে যত্নবান হন |
No comments:
Post a Comment