Tuesday 19 October 2021

এখনও আশা ?



এখনও আশা ?

--------------------


যে পূর্ববঙ্গের নোয়াখালিতে প্রায় তিন মাস যাবৎ মুসলমানকর্তৃক অমানুষিক হিন্দু নির্যাতনের দ্বারা পাকিস্তানের জন্ম হয় এবং হুসেন সুহরাওয়ার্দির অতি বিশ্যস্ত সহকর্মী, শেখ মুজিবুর রহমান, স্বয়ং ভারতবিভাজনকর্মে প্রকৃত অথবা পরোক্ষভাবে স্বল্পাধিক ভূমিকা পালন করেন, তৎপরবর্তিকালে পাকিস্তানের সৈন্যবাহিনী দ্বারা অগণিত হিন্দুহত্যা সংঘটিত হয় ও বাংলাদেশ নামক নূতন দেশের স্থাপন হয় ভারতের সামরিক সহায়তায়, সেই বাংলাদেশে হিন্দু সুরক্ষিত থাকবে এমনটি কোন বুদ্ধিদোষে আশা করেন, বিশেষতঃ যেখানে বাংলাদেশ আজ বহুবছর ধরে ইসলামকে জাতীয় ধর্মরূপে স্বীকৃতি দিয়ে আসছে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : ১৯৪৬এর নোয়াখালী হিন্দু গণহত্যার সময় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের প্রতিবাদবার্তা |

No comments:

Post a Comment