Saturday, 16 October 2021

স্বধর্মে নিধনম্ শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ ... ১


স্বধর্মে নিধনম্ শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ ... ১

--------------------------------------------------------


একদিন মা বলেছিলেন, "শরৎ (স্বামী সারদানন্দ) যেমন আমার ছেলে, আমজাদও (জেলখাটা ডাকাত) তেমনি আমার ছেলে |" মায়ের এই মহোক্তি আমরা বহু শুনেছি, প্রায়ই শুনি, শুনতেও থাকব | কিন্তু ভূতল বাস্তবটি (ground reality) কি ? এ সব উক্তির বহল প্রচার সত্ত্বেও ১৯৪৬এর হিন্দুহত্যা ও তৎপশ্চাতে দেশভাগ রোধ করা গেল না | পাকিস্তান, কাশ্মীর, বাংলাদেশ -- হিন্দুর ওপর নিপীড়ন হয়েই চলেছে | এর কারণগুলি খতিয়ে দেখার সময় এসেছে ও তার প্রতিশেধক ব্যবস্থা গ্রহণেরও সময় এসেছে | নইলে এই অত্যাচার চলতেই থাকবে | আসুন, একজোট হয়ে স্বধর্মরক্ষার্থে, মানবিকতার স্বার্থে কাজ করি | নইলে অচিরেই নিশ্চিহ্ন হতে হবে হিন্দুদের যেখানেই তাঁরা সংখ্যালঘু জগতে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment