যাঁদের বলার সাহস নেই আপনাদের, তাঁদের বলুন সোজাসুজি
যাঁদের বলার সাহস নেই আপনাদের, তাঁদের বলুন সোজাসুজি
-------------------------------------------------------------------
যে সব হিন্দুবিদ্বেষী মানুষ liberalismএর বুলি ছোঁড়েন আমাদের তাক করে, তাঁদের মনে করিয়ে দি এটি যে তাঁরা যে গণতন্ত্র ভোগ করছেন এ দেশে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতার সুবাদে, অথচ, সেই হিন্দুদেরই আচার-অনুষ্ঠান-দেবীবিগ্রহ বিধর্মীর হাতে পণ্ড হলে, ধ্বংস হলে ও হিন্দু গণহত্যার শিকার হলে একটি কথাএ বলেন না প্রতিবাদস্বরূপ হিন্দুর সপক্ষে, তাঁরা অচিরেই সে গণতন্ত্র হারাবেন যদি হিন্দু সংখ্যালঘু হয়ে পড়েন | তখন 'democracy' শব্দটি তার মধ্যপ্রদেশে নেতিবাচক 'no' সংযুক্ত হয়ে 'demonocracy'তে পরিবর্তিত হবে | গণতন্ত্র সংখ্যার খেলা, ভুলে গেলে চলবে না | হিন্দুনির্যাতনও সংখ্যার খেলা | তাই liberalism কপচান যাঁরা তাঁরা ultraliberal, universal democrat হিন্দুদের ও কথা না শুনিয়ে ওই সব বিধর্মীদের শোনান গিয়ে যেখানে ও সব কথা শিক্ষার প্রয়োজন আছে |
পাঁচ হাজার বছরের হিন্দু ইতিহাস তাঁর পরমত সহিষ্ণুতার সাক্ষ্য দিচ্ছে | হিন্দু অগণিত বার ইসলামীয় ও খ্রীষ্ঠীয় ধর্মান্ধতার শিকার হয়েছেন কিন্তু প্রতিদানে প্রেমই দিয়েছেন আজ অবধি | ইতিহাস পাঠ করুন হিন্দুর নেত্র দিয়ে, জড়বুদ্ধি পরিত্যাগ করে পবিত্রচিত্তে | সব পরিষ্কার হয়ে যাবে | এখনও হিন্দুর সমর্থনে সরব হোন, নইলে democracyর antithesis demonocracy শীঘ্রই আসছে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment