এক স্ত্রীভক্ত আমার 'সত্যের আঁটি আছে, আঁট নেই' লেখাটির বৈদান্তিক তাৎপর্য অনুধাবন করতে না পেরে আমায় block করে দিলেন একটি (comment) মন্তব্যমাত্র করে | অপেক্ষাও করলেন না আমার উত্তরের | ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ইনি আবার | আমার তো ঠাকুরের জন্যই ভয় হচ্ছে এই সব ভক্তদের রসশূণ্য 'ভগবদানুরাগ' দেখে | ঠাকুরকে না আবার block করে দেন জীবন থেকে কথামৃতের নানা রহস্যালাপে বিব্রত বোধ করে | ভগবান ! এখনও সাবধান হও বলছি | যা যুগ পড়েছে না, তোমার একদিন কি তোমার চেলার একদিন ! যখন তখন সরিয়ে দিতে পারে তোমায়, keypadএর তিন টোকায় | জানতেও পারবে না কি হল !
ভায়া, রসরাজ, রসস্বরূপ ঈশ্বরের জগতে রসের একি দশা ! অধ্যাপক হীরেণ মুখোপাধ্যায় বলেছিলেন যে তাঁদের আমলে সংসদে (Parliamentএ) যে পরিমাণ কৌতূকপূর্ণ, শ্লেষাত্মক বাদানুবাদ চলত তা যদি বর্তমান যুগে ঘটত তো ভয়ানক অসংস্কৃত প্রতিক্রিয়া হত | ভক্তমহলে কি আজ সেই দিন সমাগত ? তাহলে আর বিলম্ব কিসের ? আসুন, সমস্বরে গাই,
No comments:
Post a Comment