Thursday 7 October 2021

ঔঁ স্বাহা, স্বাহা ! বেদান্তের বালাই | চল্ , পালাই, পালাই |


ঔঁ স্বাহা, স্বাহা ! বেদান্তের বালাই | চল্ , পালাই, পালাই |

----------------------------------------------------


এক স্ত্রীভক্ত আমার 'সত্যের আঁটি আছে, আঁট নেই' লেখাটির বৈদান্তিক তাৎপর্য অনুধাবন করতে না পেরে আমায় block করে দিলেন একটি (comment) মন্তব্যমাত্র করে | অপেক্ষাও করলেন না আমার উত্তরের | ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ইনি আবার | আমার তো ঠাকুরের জন্যই ভয় হচ্ছে এই সব ভক্তদের রসশূণ্য 'ভগবদানুরাগ' দেখে | ঠাকুরকে না আবার block করে দেন জীবন থেকে কথামৃতের নানা রহস্যালাপে বিব্রত বোধ করে | ভগবান ! এখনও সাবধান হও বলছি | যা যুগ পড়েছে না, তোমার একদিন কি তোমার চেলার একদিন ! যখন তখন সরিয়ে দিতে পারে তোমায়, keypadএর তিন টোকায় | জানতেও পারবে না কি হল !


ভায়া, রসরাজ, রসস্বরূপ ঈশ্বরের জগতে রসের একি দশা ! অধ্যাপক হীরেণ মুখোপাধ্যায় বলেছিলেন যে তাঁদের আমলে সংসদে (Parliamentএ) যে পরিমাণ কৌতূকপূর্ণ, শ্লেষাত্মক বাদানুবাদ চলত তা যদি বর্তমান যুগে ঘটত তো ভয়ানক অসংস্কৃত প্রতিক্রিয়া হত | ভক্তমহলে কি আজ সেই দিন সমাগত ? তাহলে আর বিলম্ব কিসের ? আসুন, সমস্বরে গাই,


"আমরা হাম্বা হাম্বার দল | 

রামকৃষ্ণ নামের মধু পেয়েও

মোদের অন্তরে গরল |


ঠাকুরের মর্ম বুঝি নাই,

তবু তাঁর দুই পাশে বেড়াই |

কামকাঞ্চন সম্বলে ভাই

বুদ্ধি হীনবল |

আমরা হাম্বা হাম্বার দল |


আমরা ভক্তি করি ভান,

আমাদের বড্ড অভিমান |

অর্থের অনর্থ করি,

ভিনসুরে গাই গান |

রসহীন, বোধমুক্ত,

মায়ের অধুনা সন্তান |

সূক্ষ্মবোধের ধার ধারি না,

কিম্ভূত, নিষ্ফল |

আমরা হাম্বা হাম্বার দল |


মোদের ডড়ান ভগবান |

পাছে ফসকে রসের কথা কয়ে

পার যদি না পান |

যিনি বিশ্বজোড়া রসের ধারায়

নিত্য করেন স্নান,

তিনি ভয়ে ভয়ে কথা কয়েন,

পাছে কেউ বেজাড় হয়ে যান |


ভক্ত তার আজ বেজায় মেজাজ,

চৌদিকে খানখান |

রসটি তাহার উবে গেছে,

হেতু অর্থ ব্যবধান |

অগ্নিশর্মা, ভীমমূর্তি,

স্বল্পে ক্রোধানল,

রস করেছে ত্যাজ্য বিষয়,

শক্তি বাহুবল |

আমরা হাম্বা হাম্বার দল |


তাই রসের খোঁজে

ঘুড়ছে ওঁযে,

বিভূতি সম্বল |

শ্মশাণবাসী,

হায় বিলাসী,

ভাবেতে বিহ্বল |

আর আমরা তাঁরই পরমভক্ত

হাম্বা হাম্বার দল |

আমরা রস বুঝিনা,

সুর খুঁজিনা,

তবু ভক্তিতে টলমল |

আমরা মস্ত মজার আজব বস্তু,

হাম্বা হাম্বার দল |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


https://m.facebook.com/story.php?story_fbid=4034527476653943&id=100002901927700


সত্যের আঁটি আছে, আঁট নেই

---------------------------------


সত্যের আঁট থাকা চাই | কিন্তু সত্যের আঁট আছে কই ? আঁট তো মিথ্যা মায়ালোকে | সেথা থাকবে কেমন করে ? হ্যাঁ, সত্যের আঁটি আছে বটে, আঁট নেই | ওই আঁটিটি যাবার নয় কারণ দেশ, অর্থাৎ, space, আঁটিতে আঁটা | তাই আঁটি যাবে কোথা ? সত্যের আঁটি সত্যতেই বিরাজমান, সত্যের আঁট মায়ায় খেয়ে ফেলেছে | বড় সুস্বাদু ! তাই সকলে সমস্বরে বলুন, "হে প্রভু, হে মিথ্যামায়া, আমাদের আশীর্বাদ করো যেন আঁট থেকে আঁটিতে যাই | 'আঁট মা আঁটি গময়ো |' "


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


No comments:

Post a Comment