Saturday 2 October 2021

দুখের কথা কই কারে ?


দুখের কথা কই কারে ?

--------------------------------


চটুল পোস্টেই প্রতিক্রিয়া আসে | এ বড়ই দুঃখজনক | প্রায়ই ভাবি এত লিখি কিন্তু পড়েও না কেউ, বোঝেও না কিছু | মন ভারাক্রান্ত হয় ভেবে যে ফেসবুকে গত আট বছর লিখে বৃথা সময় নষ্ট করলাম | পান্না মহারাজ বেলুর মঠে আমায় বলেছিলেন,"লিখে সময় নষ্ট না করে ঠাকুরকে পাওয়ার চেষ্টা করুন |" কিন্তু তাঁর উরদেশ কিছুদিন পালন করার পর আর তা করলাম কই ? মহাপুরুষের বাক্য শুনলে জীবন অন্য খাতে বইত, ধন্য হত | তার পরিবর্তে যা পেলাম তা হল দেশের শহুরে সাধারণের বৌদ্ধিক স্তরের হদিস যা মোটেই আশাপ্রদ নয়, সুখপ্রদ তো নয়ই | আজ বুঝি কেন স্বামীজী বলতেন যে হাজার বছরের অন্ধকারের কবলে পড়ে দেশটা পচে গেছে | যাঁরা বুদ্ধিমান, কৃতি, মেধাবি, তাঁরা সবই বিদেশে পাড়ি দিয়েছেন ও অনায়াসে মাতৃভূমিকে ভুলে সে সব দেশকেই আপন করে নিয়েছেন, নাগরিকত্ব পর্যন্ত | রইলেন যাঁরা তাঁরাও সংখ্যায় কিছু কম নন কিন্তু একপ্রকার ক্লীবতাক্লিষ্ট, সাংস্কৃতিক পুনরোত্থানপ্রকল্পে নিশ্চেষ্ট | এই অবস্থা দেশের | একেবারে অন্ধকার বৌদ্ধিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক মহল | এই জাতিকে তুলতে হবে | সহজ নয় কারণ এ যে নিজভারে অজ্ঞানসাগরে তলিয়ে যাচ্ছে | তবু নিজের মা তো ? ছাড়া যাবে না | বয়ঃপ্রাপ্তা জননীর সেবাই পরম ধর্ম | তাই করে যাব | তারপর,


আবার আসিব ফিরে আমি |

এই ধরাধামে, এই পৃথ্বীতলে

আবার আসিব ফিরে আমি ||


রচনা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment