এতদিনে শুধু চেনা হল, জানা হল না
এতদিনে শুধু চেনা হল, জানা হল না
--------------------------------------------------
ঠাকুরের শ্রীমুখ, ঠাকুরের বাণীগুলি এখন সাধারণের পরিচয়ের আবর্তে চলে এসেছে কালপ্রবাহে, তাঁর সংঘের ত্যাগে, চরিত্রে, সেবায়, ভালবাসায় | তাই তাঁর বিষয়ে তাঁর শ্রীমুখের আলোকচিত্রযুক্ত কোনও রচনা দিলেই ভক্তেরা তৎক্ষনাৎ তার সাথে নানা ভাবে সংযুক্ত হয়ে পড়েন | এর থেকে একটা ভুল ধারণা হওয়ার সম্ভাবনা থাকে যে ঠাকুরের ভাব জনমানসে খুব প্রবেশ করেছে | তা কিন্তু একেবারেই নয় | এ শুধু মনের উপরিভাগের ছাপমাত্র, গভীরে রেখাপাত নয়, সেইমত চরিত্রগঠন তো নয়ই | দিনে দিনে মানুষ লঘুচিত্ত হয়ে পড়ছেন -- এ তারই এক বহিঃপ্রকাশ | রচনার ভাবটি হৃদয়ঙ্গম করার প্রয়াস প্রায়ই দেখা যায় না, শুধু চোখ বুলোনো ঠাকুরের ছবিতে ও গদগদ ভাবপ্রকাশের আপাত আচরণ | এইমাত্র ভক্তি | তাই ঠাকুর বলেছিলেন তাঁকে এই ধরাধামে আবার আসতে হবে | এবার কাজের পত্তন হল | আরবার যথার্থ ভাবগ্রহণ হবে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment