Friday 22 October 2021

বাংলাদেশে বিশ্বপ্রেম,শান্তি, ধর্ম, কী এলেম !




বাংলাদেশে বিশ্বপ্রেম,

শান্তি, ধর্ম, কী এলেম !

-------------------------------


মুসলমানরা হিন্দুদের কতটা সম্মান করেন, কতটা ভালবাসেন, তা বাংলাদেশে হিন্দুদের প্রতি বিগত দুসপ্তাহ যাবৎ যে অপার্থিব প্রেম প্রদর্শন করছেন তাঁরা, তা প্রকৃষ্টরূপে প্রমাণ করছে | এমন অগ্নিসাক্ষী করে হিন্দুর আবাসস্থলকে, গ্রামকে পবিত্র শ্মশাণভূমিতে রূপান্তরিত করা কি কম তাণ্ডবপ্রেমের কথা ? কী অপার ভ্রাতৃপ্রেম ! 


মৌলবাদী বলে নিন্দা করেন কেন ওঁদের ? খুবই অন্যায় এরকম বলা | ওঁরা তো ওঁদের ধর্মবিশ্বাসের মূলে স্থিত | ওঁদের মূলবাদী বলে প্রশংসা করুন | কত সৎ ওঁরা ! ঠিক ঠিক পালন করছেন ওঁরা পৌত্তলিক হিন্দুর প্রতি প্রেমপ্রদর্শন যেমনটি ওঁদের বলা হয়েছে শুরুর থেকেই | এঁর জন্য ওঁরা ইহকালে প্রশংসিত ও পরকালে পুরস্কৃত হবেন ইত্যাদি, ইত্যাদির দ্বারা | অতএব, নিন্দা না করে শিখুন এই সব প্রেমিক মুসলমানদের কাছে কিভাবে ভালবাসতে হয় সারা বিশ্বের মানুষকে, বিশেষতঃ, প্রাণাধিক প্রিয় হিন্দু ভাইবোনেদের | মন দিয়ে শিখুন তো এখন |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment