Wednesday 17 November 2021

শ্রদ্ধাভাজন Mukul Roy মহাশয়,

শ্রদ্ধাভাজন Mukul Roy মহাশয়,


আপনার মন্তব্যগুলিতে লক্ষ্য করবেন আমি ছাড়া কেউ বড় একটা অনুমোদনস্বরূপ ভাল লাগার চিহ্ন (like) দেন না, দেবেনও না, share করা তো দূরের কথা | অথচ, এরা দেখান নিজেদের প্রকৃত হিন্দু বলে | এমন কি যাঁরা যথার্থ হিন্দুত্ববাদী বলে আড়ালে দাবী করেন, তাঁরাও অধিকাংশ ক্ষেত্রে নিজেদের গা বাঁচাতেই ব্যস্ত | কিন্তু এমন কেন হল ? কেন এমন হয় ? আসলে এঁরা সকলেই হিন্দুর ঘরে জন্মালেও কাপুরুষতার কালো ছাপ নিয়ে ঘুরে বেড়ান মুখে শুধু হিন্দু নামধারী প্রলেপ মেখে | These people are all denominational Hindus 🕉, not essential ones as such. এবং এই গতিপ্রকৃতি হিন্দু সাধুসমাজেও বিশেষভাবে পরিলক্ষিত | গোটা হিন্দু সমাজটাই নির্বীর্য, নির্জীব, ক্লীবতাপ্রাপ্ত, মরণোন্মুখ | তাই দেখবেন, আপনি যা বাংলাদেশের বুকে দাঁড়িয়ে বলার সাহস রাখেন ব্যক্তিগত বলবীর্যের দ্বারা প্রেরিত হয়ে, এঁরা কিন্তু ভারতবর্ষের সুরক্ষায় থেকে ত্রিসন্ধ্যা ইষ্টমন্ত্র জপ করে, কথামৃত, গীতা ইত্যাদি পাঠ করে, সাধুমহারাজদের সঙ্গ করেও তা পারেন না | তাই এঁরা এত নিশ্চুপ, এত 'অরাজনৈতিক', শান্তিময়, ঠাকুর-মা-স্বামীজীর একনিষ্ঠ ভক্ত | এদিকে হিন্দু নররূপী ঠাকুরকে, হিন্দু নারীরূপী মাকে যে বিধর্মীরা মেরে শেষ করে ফেলছে দিকে দিকে, সেদিকে এঁদের বিন্দুমাত্র খেয়াল নেই, আর খেয়াল থাকলেও সহানুভূতি নেই, ভক্তিভালবাসা তো দূরের কথা | এঁদের ঠাকুুরও অন্যরকম | তিনি নিরাপদে বিরাজ করেন এঁদের হৃদিকন্দরে, অবশ্য যতদিন না সেই শরীরও আক্রান্ত হয় ইসলামী আক্রমণের দ্বারা |


নমস্কার নেবেন ও সহমর্মিতা, যদিও জানি এ সব কোনও কিছুই কার্যক্ষেত্রে কোনও কাজে আসে না | তবুও বীর আপনি, তাই সম্মানপ্রদর্শন ও শ্রদ্ধাজ্ঞাপন করা অন্ততঃ কর্তব্য বলে বোধ করি | ভাল থাকার চেষ্টা করবেন | অসহায় বাংলাদেশী হিন্দুদের সহায় আপনি তো আছেনই, তাই থাকবেন | ক্ষাত্রবীর্যে বলীয়ান হন এই প্রার্থনা |


ইতি,

আপনারই অনুজ,

হাজার বছরের হিন্দুহত্যায় স্বধর্মরক্ষায় উজ্জীবিত,

সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment