মোটের ওপর মোটা কথা ... ৩
মোটের ওপর মোটা কথা ... ৩
যে যেমন করে পারেন হিন্দুধর্ম প্রচার করুন | বিপুলভাবে ছড়িয়ে দিন সনাতন জীবনাদর্শের বাণী | এতেই হিন্দুদের সংরক্ষণ জাতি হিসেবে, সনাতন সভ্যতার রক্ষা ও জগতের উদ্ধার এক উদার, উন্নত ভাবাদর্শ ও জীবনধারায় |
হিন্দুধর্ম জানুন, বুঝুন, অভ্যাস করুন | নইলে বৃথা জন্ম হিন্দু হয়ে | আর অনুগ্রহ করে নিজের ধর্মের প্রচার করুন, ইসলাম বা খ্রীষ্টধর্মের নয় | অনেক হয়েছে হিন্দু হয়ে লোকদেখানো বকধার্মিকতা | এবার স্বধর্মে মন দিন | এই মহান হিন্দুধর্ম অনুধ্যান করুন, অনুধাবন করুন, অনুসরণ করুন ও জগতের মানুষকে রক্ষা করুন মধ্যযুগের ধর্মান্ধ বর্বরতা থেকে যা আবার পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠছে |
লেখক : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment