Tuesday 16 November 2021

বালিতে, চিনিতে যে সব মিশে আছে গো !





বালিতে, চিনিতে যে সব মিশে আছে গো !

-------------------------------------------


🕉 বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ কি হিন্দুত্ববাদীদের দ্বারা সংঘটিত ? সারা বিশ্বে ইসলামী সন্ত্রাসও কি হিন্দুত্ববাদীদের দ্বারা সংঘটিত ? এ সন্ত্রাস তো শতাব্দির পর শতাব্দি ঐতিহাসিকভাবে ঘটেই চলেছে, সেই এক্কেবারে শুরু থেকে | এর মূল ঐতিহাসিক কারণ কি ?


বোকো হারাম ও আইসিসের সাথে তুলনা করলেন সলমান খুরশীদ হিন্দুত্ববাদীদের | তুলনাটি কি যথাযথ হল ? বই বিক্রি করার এত তাগিদ ? নাকি নিজের দল এভাবে নির্বাচনে জিততে পারবে ? নাকি আর কোনও গুপ্ত কারণ আছে পুস্তকে এহেন মন্তব্যের ? এহেন সমীকরণের দ্বারা কি হিন্দুত্ববাদীদের বিচ্ছিন্ন সন্ত্রাসকে ব্যাপকতর আকার দেওয়া যাবে জনমানসে নাকি নিত্য, বিশ্বজোড়া ইসলামী সন্ত্রাসকে কিঞ্চিৎ ঢাকা যাবে ? আনুগত্যটা ঠিক কোথায় ? স্বধর্মের প্রতি বুঝি, হাজার শিক্ষিত হওয়া সত্তেও ? এহেন মিথ্যাচার করতে ভাল লাগে ? হ্যাঁ, তা তো বিধিমত স্বধর্মপালনে লাগারই কথা | 


কী ভীষণ পরিস্থিতি জগতে সর্বদিক থেকে ! তার মধ্যে আবার মধ্যযুগীয় মাদকতা | আছেন ভাল এঁরা | থাকবেন এদেশে আর আনুগত্য ভিনদেশের | সহস্রাধিক বছরেও অন্ধ কুসংস্কার ঘুঁচল না | সনাতন ধর্মের প্রতি প্রীতি জন্মাল না | বিদ্বেষভাব, প্রচ্ছন্ন হলেও, প্রকাশ হয়েই পড়ে থেকে থেকে |


আর, কী দুর্ভাগা এই হিন্দু জাতি ! দেশের সংস্কৃতি চেনে না, জানে না, চিনতে চায় না, জানতে চায় না | চেনালে, জানালে বিরক্ত হয়, প্রত্যাখ্যান করে | শত্রুকে মিত্র জ্ঞান করে | আগুণ পাশের বাড়ী, তবু সুখসম্ভোগে মগ্ন | যেন দমকল ডাকার সময় এখনও হয়নি | কী ভয়ঙ্কর বিভ্রান্তবুদ্ধি আত্মপ্রবঞ্চক ! কী ক্ষুদ্র স্বার্থান্বেষী, নিশ্চেতন, ভীরু, কাপুরুষ সমষ্টিসমূহ ! ১১.৫৫ বাজে, তবু বলে ১২টা বাজতে তো এখনও পুরো ৫ মিনিট দেরী | দিল্লী দূরস্থ নহী, শাহনশাহ্, নাদির শাহ্ পঞ্জাব তক্ পৌঁহুছ্ চুকা হ্যায় | অভি আনেহিওয়ালা হ্যায় |


বাকী, একটু নড়ে চড়ে বসুন | আমি বিরাম নি, আপনারা কাজে নামুন | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment