Sunday 21 November 2021

কথামৃত অন্য আলোয় ... ১


কথামৃত অন্য আলোয় ... ১


ঠাকুর বললেন, বিষ ঢালবি না কিন্তু ফোঁস করবি | তাহলে পশ্চিমবঙ্গে এই যে ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত রোজ লাউডস্পিকারে আজ়ান চলে ঘুম ও কাজ ব্যাহত করে, আবার প্রতি জুম্মাবার, অর্থাৎ শুক্রবার, মসজিদ থেকে লাউডস্পিকারে ভরদুপুরে ইসলাম প্রচার চলে সেই একইভাবে মনঃসংযম নষ্ট করে ও কর্ম ব্যাহত করে, এর বিরুদ্ধ কেন আমরা রামকৃষ্ণ ভক্তরা সোচ্চার হই না ?


আজ়ানে বলা হয় যে আল্লাহ'ই সর্বশ্রেষ্ঠ ও একমাত্র উপাস্য সৃষ্টিকর্তা | এর অর্থ কি দাঁড়ায় ? এই তো যে হিন্দুর দেবদেবী সব মিথ্যা অথবা নিম্ন সৃষ্টবস্তু অথবা, যাই হ'ন না কেন, উপাস্য নন ? তাহলে, হে আমার রামকৃষ্ণভক্ত ভাইবোনেরা, ঠাকুর-মা-স্বামীজীও তো সেই নিরিখে মিথ্যা ! এ কেমন কথা হিন্দুপ্রধান, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশে ? কেমন করে এই আজ়ান ও এ হেন একদেশদর্শী ধর্মোপদেশ লাউডস্পিকারে প্রচারিত হতে পারে হিন্দুর ধর্মানুভূতিকে ব্যাপকভাবে নিত্য আঘাত করে ?


বিষয়টি ভাবুন | ঠাকুরের ভক্তরা কি করছেন ? বিষ ঢালতে তিনি বলেন নি ঠিকই কিন্তু ফোঁস করতে তো বিলক্ষণ বলেছেন | তাই করুন |


লেখক : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment