আসাদ নূর মহাশয়ের মন্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ
আসাদ নূর মহাশয়ের মন্তব্যের প্রতিক্রিয়াস্বরূপ
@Asad Noor's Vlog : যতটা পারা যায় সংস্কৃতভিত্তিক রাখলে ভাষার মূল রূপটি অক্ষুণ্ণ থাকে | নইলে কালক্রমে ভারতবর্ষে হিন্দিভাষার যা দশা, উর্দুতে, আরবিতে ভরপুর, স্বচরিত্র বিবর্জিত, তাই হবে বাংলাদেশী বাংলাভাষার | বিশেষতঃ, বাংলাদেশের বিদ্বৎজন পর্যন্ত কিছু কিছু বাংলা শব্দের বিকারসাধন করে তাদের অদ্ভূত রূপান্তর করেছেন যা অসংস্কৃত ও ব্যাকরণগত শুদ্ধতাবিবর্জিত | যথা, 'নির্দেশ'এর পরিবর্তে 'নির্দেশনা', 'প্রস্তাব'এর পরিবর্তে 'প্রস্তাবনা', 'সংঘর্ষশীল' অথবা 'সংঘর্ষপূর্ণ'র পরিবর্তে 'সাংঘর্ষিক' ইত্যাদি | এছাড়া প্রায়ই স্ত্রীলিঙ্গের পরিবর্তে পুংলিঙ্গ প্রয়োগ দেখি বাংলাদেশী রচনায় যা ভাষাগতভাবে অশুদ্ধ | উদাহরণস্বরূপ বলা যেতে পারে নিত্য ব্যবহৃত 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' যা হওয়ার কথা 'মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা' | আবার 'পতিব্রত সীতা' যা ত্রুটিপূর্ণ কারণ হওয়ার কথা 'পতিব্রতা সীতা' | আরো অজস্র ভুল থাকে, তবে তার কারণ বাংলাদেশের কথ্যভাষা সম্মেলনে আলোচনাকালে ব্যবহৃত ভাষার থেকে ভিন্ন, তাই তা অনিবার্য ও মার্জনীয় | কিন্তু ভাষার শুদ্ধতা নষ্ট করে নতুন নতুন শব্দের ব্যাকরণবিবর্জিত বহুলপ্রচলন অপভ্রষ্ট করছে ভাষাকে |
বাংলাদেশ ভাষা আন্দোলনের দেশ | এই ভাষা তাদের স্বাধীনতা সংগ্রামের মুখ্য প্রেরণা ছিল, আজও সাংস্কৃতিক মূল প্রেরণাস্বরূপ একথা অধিকাংশ সুধীজন নির্দ্বিধায় স্বীকার করবেন | তাই বাংলাদেশবাসীর কাছে বাংলাভাষার শুদ্ধতা রক্ষার আশা করা স্বাভাবিক বলে বোধ করি | ক্রমান্বয়ে যদি এইভাবে ভাষার বিকৃতি ঘটে তো তার রূপই পরিবর্তিত হয়ে যাবে একদিন এমনভাবে যে মূল ভাষাটি উদ্ধার করতে ভাষাতত্ত্ববিদের আবশ্যক হবে | এমন তো আশা করা যায় না বাংলাভাষার জন্য রক্তক্ষয় করা বাংলাদেশবাসী বিদ্বৎজনের কাছে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment