Monday 8 November 2021

সবই ভাসা ভাসা


সবই ভাসা ভাসা

-----------------


বাংলাদেশে হিন্দুহত্যা আজ বহু বছর ধরে হয়েই চলেছে | তবু বাংলাদেশের সুধীজনদের যখন ডাকা হয় কোনো মঞ্চে এ ব্যাপারে কিছু বলার জন্য, তাঁরা বাংলাভাষার অলঙ্করণেই ব্যস্ত থাকেন বেশী ও শেখ্ মুজিবুর রহমানের গুণকীর্তনে মুখর হয়ে ওঠেন | কী অসাধারণ সংবিধান তিনি বাংলাদেশকে ১৯৭২ সালে দিয়েছেন, এই বলতেই সময় যায় তাঁদের | আসল কথা আর কিছুই বলেন না | আর যদি বা বলেন তো ঐ একই চর্বিতচর্বণ, বি. এন. পি.র চক্রান্ত, জিয়াউর রহমানের ইসলামী মৌলবাদে ইন্ধন যোগানো, জেনারল এরশাদের ১৯৮৭ সালে ইসলামকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া রাষ্ট্রধর্ম বলে ও আওয়ামি লীগের ভাবী কর্মসূচি, ১৯৭২এর সংবিধানে ফিরে যাওয়ার অনড় সংকল্প | কেউ কেউ এর সাথে প্রধানমন্ত্রী শেখ্ হাসিনার একটু প্রশস্তি গান, বস্ |


এই হল সুশীলসমাজের দায়, সুধীজনের দায়িত্বপালন হিন্দুহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর | ওয়াজ মেহফিলের হিন্দুবিদ্বেষের প্রচারকার্যে পরোক্ষভাবে সরকারের ও আওয়ামি লীগের মদত, অগণিত কৌমি মাদ্রাসার পৃষ্ঠপোষকতা, হিন্দুবিদ্বেষী হুজুরদের বাংলাদেশে অবাধ সঞ্চরণ ও ঘৃণাপ্রচার, কুর-আনের, হাদিসের ও সিরার কাফির বিদ্বেষ, ইসলামী ইতিহাসে ভীষণ কাফির নির্যাতন, মুজিবুর রহমানের ইসলামী রাষ্ট্রপ্রাপ্তির নিমিত্ত অক্লান্ত সাধন, ধর্মভিত্তিক ভারতবিভাজনে তাঁর অনন্যসাধারণ অবদান, ১৯৪৬এর গ্রেট ক্যালকাটা কিলিংএ ও নোয়াখালি হিন্দু হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ অথবা পরোক্ষ অবদান -- এ সব নিয়ে কোনো আলোচনা নেই | এর কারণ বর্তমান বাংলাদেশে মুজিবনিন্দা আইনত নিষিদ্ধ | অতএব, প্রহসন চলতেই থাকবে হিন্দুর রক্তক্ষরণ নিয়ে বাংলাদেশে অনেক সুধীজনের -- সকলে মোটেই নয় কারণ ব্যতিক্রমও আছে এই ধারার যাঁরা সংখ্যালঘুসুরক্ষার জন্য সোচ্চার -- কপটকাব্যচর্চার, ভাষা অলঙ্করণের ও স্বল্পসত্যভাষণ কিম্বা সম্পূর্ণ অনৃতভাষণের |


এদিকে এপার বাংলায় কুবুদ্ধিজীবির দল নাটক, সিনেমা, সিরিয়াল ও বিশ্বসৌভ্রাত্র নিয়েই ব্যস্ত | কজন হিন্দু ওপারে মরল, কজন নারী ধর্ষিতা হলেন, কটি ঘর জ্বলে পুড়ে ছাই হল, তা ঠিক জানেন না বেচারারা | কেমন করে প্রতিবাদ করবেন যথেষ্ট তথ্যসমৃদ্ধ না হলে ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)


আলোকচিত্র : ব্যতিক্রমী বীর, মানবতাবাদি আসাদ নূর | @Asad Noor's Vlog 

আলোকচিত্রপ্রাপ্তি : আসাদ নূরের সৌজন্যে |

No comments:

Post a Comment