Monday 1 November 2021

যত মত, তত পথ -- বিতর্কের মুখে রামকৃষ্ণ মিশন ... ৬


যত মত, তত পথ -- বিতর্কের মুখে রামকৃষ্ণ মিশন ... ৬

----------------------------------------------------


শ্রীরামকৃষ্ণের ইসলামধর্মসাধনা ও সিদ্ধি, ও তার নামাঙ্কিত মিশন দ্বারা তাঁর সাধনা ও সিদ্ধির ব্যবহারিক প্রয়োগ নিয়ে কিছু বিতর্ক প্রায়ই ধ্বনিত হয় যার আলোচনা এই রচনাপ্রবাহে একান্ত আবশ্যক |


প্রথমতঃ, আদপে কি শ্রীরামকৃষ্ণ কলমা (কলিমহ্) পড়ে প্রথাগতভাবে ইসলামধর্ম কবুল করেছিলেন তাঁর সুফী গুরু গোবিন্দ রায়ের কাছে ? গোবিন্দ রায় কি নিজেও তাঁর জন্মসূত্রে লব্ধ হিন্দুধর্ম পরিত্যাগপূর্বক কলমা (কলিমহ্) পড়ে প্রথাগতভাবে ইসলামধর্ম গ্রহণ করেছিলেন ? তাঁর ইসলামী নাম কি? শ্রীরামকৃষ্ণ কি এই ব্যাপারে অবগত ছিলেন যে ইসলাম গ্রহণ করা যায় কলমা (কলিমহ্) পড়ে ঠিকই কিন্তু ইসলাম ত্যাগ করা যায় না কোনও মতে কারণ তা আল্লাহ্'র বিচারে গর্হিত অপরাধ এবং শরিয়ত আইন অনুযায়ী মৃত্যুদণ্ডনীয় অপরাধ ? অর্থাৎ, ইসলামধর্মে দীক্ষাগ্রহণকালে তিনি কি একথা জানতেন যে তিনি এক করাল কারাগারে স্বেচ্ছায় প্রবেশ করতে চলেছেন যার প্রবেশপথ অবশ্যই প্রশস্ত কিন্তু বহির্গমনের কোনও পথ নেই ? ফলতঃ তাঁকে চিরকাল মুসলমানই থাকতে হবে ঐ ধর্মের বিধান অনুযায়ী ? আর যদি তিনি তা না মেনে পুনরায় পৌত্তলিক হিন্দুধর্মে প্রত্যাবর্তন করেন, তাহলে তিনি মুশরিক আখ্যাপ্রাপ্ত হবেন ও ইসলামত্যাগের অপরাধে জিহাদিহস্তে বধযোগ্য হবেন ? সর্বোপরি, শ্রীরামকৃষ্ণ কি জানতেন যে কলমা (কলিমহ্) পড়ে ইসলামগ্রহণের পর তিনি যদি তা পুনরায় ত্যাগ করেন তো তা ইসলামের প্রতি, রসুলের প্রতি ও আল্লাহ'র প্রতি বিশ্বাসঘাতকতা হবে ও সত্যের অপলাপ হবে এক অর্থে ? সত্যপরায়ণ, সত্যভাষী, সত্যসঙ্কল্প শ্রীশ্রীঠাকুর কি সাধনশেষে সত্যভঙ্গের এই সম্ভাবনার কথা ভাববার অবকাশ পেয়েছিলেন, অর্থাৎ, গোবিন্দ রায় কি তাঁকে এই সম্ভাবনা সম্বন্ধে সূচিত করেছিলেন ?


দ্বিতীয়তঃ, সুফীধর্ম কি কুরান ও হদীস স্বীকৃত আদি ইসলামেরই এক শাখা নাকি তা ইসলামের বেদান্তপ্রভাবিত এক বিবর্তিত, পরিবর্তিত রূপ যা আদি ইসলামধর্ম হতে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ, কিয়ৎ আপাতসাদৃশ্যসত্তেও আদত ইসলামই নয় ? 


তৃতীয়তঃ, শ্রীরামকৃষ্ণ কি অবগত ছিলেন ইসলামের ভয়ানক বিগ্রহবিদ্বেষ সম্বন্ধে যার ব্যবহারিক পরিণতি ভারতে সহস্রবৎসর হিন্দুনির্যাতন ? গোবিন্দ রায় কি তাঁকে কুরানের কাফিরসংক্রান্ত আয়াতসমূহ এবং হদীস ও সীরাহ্'র অনুরূপ বিদ্বেষপূর্ণ সূত্র ও কাহিনীগুলি শুনিয়েছিলেন ? নাকি বেছে বেছে মক্কাপর্বের কিছু অপেক্ষাকৃত অহিংস আয়াত শুনিয়ে মদীনাপর্বের ভয়ঙ্কর সব আয়াতগুলির সম্যকজ্ঞান হতে শ্রীরামকৃষ্ণকে বঞ্চিত রেখেছিলেন যার ফলে ইসলামের তাত্ত্বিক ও ব্যবহারিক স্বরূপ সম্বন্ধে তিনি অবগত হওয়ার সুযোগ পাননি ? ইসলামের প্রবক্তা পয়গম্বর মুহম্মদের হদীসনির্দেশিত সুন্নাহ্ ও সীরাহ্'বর্ণিত তাঁর জীবনকাহিনীই বা কতটুকু জানানো হয়েছিল শ্রীরামকৃষ্ণকে, বিশেষতঃ যখন গোবিন্দ রায় বহুপরিমার্জিত, বেদান্তসদৃশ, উন্নত সুফীধর্ম তাঁর শিষ্যকে শিক্ষা দিচ্ছিলেন, তাও আবার পুঁথিগতভাবে নয়, ফলিত সাধনসহায়ে ?


ষষ্ঠভাগের সমাপ্তি | ধারাবাহিকতা অব্যাহত থাকবে |


ক্রমশঃ


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment