হা ঠাকুর
হা ঠাকুর !
কার (Mukul Roy) সঙ্গে কথা বলছ জানো? বাংলাদেশে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন তোমরা পশ্চিমবঙ্গে শুধু সর্বধর্ম সমন্বয়ের বাক হাঁকছ, তখন রাত জেগে হিন্দুদের রক্ষাকল্পে পাহারা দিয়েছেন উনি ওঁর বাঙলাদেশের প্রায়বিধ্বস্ত গ্রামে যা তুমিও দাও নি আর আমিও দিই নি | অতএব, রামকৃষ্ণভক্তি ভাল যদি কার্যক্ষেত্রে তা কাজে লাগে | নচেৎ, বাগাড়ম্বর বই তা আর কিছুই নয় | তাই ভেবে চিন্তে মন্তব্য করাই ভাল |
সমস্যার গভীরে যেতে হবে কারো মন্তব্যের গূঢ়ার্থ অনুসন্ধান করতে | এঁরা বাংলাদেশের বিধ্বস্ত, বিপর্যস্ত, বিনাশপ্রায় হিন্দু, মুসলমানের অত্যাচারের নিয়ত শিকার | এঁদের সম্বন্ধে যদি সহানুভূতিই না রইল তো বৃথা রামকৃষ্ণভক্তি !
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment