Tuesday 30 November 2021

পৌরুষ অবলম্বন করুন 


পৌরুষ অবলম্বন করুন 

-------------------------


দেশগঠন ও তার সুরক্ষার জন্য ক্ষাত্রবীর্যের প্রয়োজন | এই অতিকোমল ভাব, সংগীত, কবিতা, দুর্বল ভাষাপ্রয়োগ, এই কথায় কথায় প্রেম, কান্না, এই সব এখন দূরে রাখার সময় | দেশে বীর্যবান, বীর্যবতীর বড়ই অভাব | বিশেষতঃ দেখছি বাঙালীদের মধ্যে এই দুর্বলতা, ইন্দ্রিয়াসক্তি বড়ই বেশী | এমনকি সাধুরাও গান নিয়ে মেতে আছেন কেউ কেউ | বড়ই দুঃখের | স্বামীজীর অনুগামী হয়েও এই দুর্বলতাকে নিজজীবনে প্রশ্রয়প্রদান, স্বামীজীর বারণ উপেক্ষা করে ?


শেষজীবনে স্বামীজী বলে গেলেন, "আমার সমস্ত বার্তাকে একটি কথায় আবদ্ধ করা যায় | তা হল পৌরুষ |" কোথায় সেই পৌরুষ ? দেবীর হাতে অস্ত্র | তিনি অসুরনিধন করছেন আর আমরা ঢাকির সাথে ধুনুচি নাচছি | বেশ, বেশ | দেবী নারী হয়ে যুদ্ধ করবেন আর আমরা পুরুষ হয়ে নাচগান করব |


বাঙালী মেয়েদেরও বীর্য অবলম্বন করতে হবে | তবে তো বীর সন্তান জন্মগ্রহণ করবে এই বঙ্গদেশে |


স্বামীজীর বই পড়ুন ক্রমান্বয়ে | কথ্য ভাষা, রচনার ভাষা ও ভাব বলিষ্ঠ করুন | তবেই জাতির উত্থান ও সুরক্ষা সম্ভব | নচেৎ আবার সেই দাসত্ব, ইন্দ্রিয়ের ও বিজাতীয় শক্তির |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment