স্বামীজীর অনুধ্যান ... ৩
স্বামীজীর অনুধ্যান ... ৩
নিছক নাস্তিকতায় কাজ হবে না | চাই গভীর শ্রদ্ধা, নচিকেতার ন্যায় শ্রদ্ধা, যমের মুখে পড়েও যিনি মৃত্যুরহস্য উন্মোচনে আগ্রহী হয়ে পড়লেন, অমরতালাভের যে তত্ত্বজ্ঞান, তাই চেয়ে বসলেন, নিজের জন্য নয়, সমস্ত মানবজাতির জন্য | এই রকম গভীর আস্তিক্যবুদ্ধি মানুষকে ক্ষুদ্র প্রাদেশিক, জাতিগত অথবা পন্থাগত গণ্ডিতে বাঁধে না, তা মানুষকে অসীমের মাঝে মুক্তি দেয় ভূমার সাথে একত্ববোধ দান করে |
উপনিষদ এই বিশ্ববাণীর সংকলন, অমূর্ত বিগ্রহসম | এই ঔপনিষদিক বাণীই বেদের চূড়ান্ত বিবর্তন যা সেই অর্থেই বেদান্ত বলে আখ্যাত | বিশ্বের দরবারে এই বেদান্ত প্রচারেই ভারতের সর্বোচ্চ কল্যাণ | আধুনিক কালে স্বামীজী এই বেদান্তেরই বার্তাবহ হয়ে পাশ্চাত্যে গমন করেন ও অভিভূত করেন পাশ্চাত্যবাসীকে আত্মার আন্তর অনুভূতি জাগ্রত করে |
রচয়িতা : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment