Thursday, 11 November 2021

শিক্ষার, সংস্কৃতির সমাধি 


শিক্ষার, সংস্কৃতির সমাধি 

--------------------------


🕉 হিন্দুর কোনও পরিত্রাণ নেই যতক্ষণ সে বিদ্যাচর্চা ছেড়ে শুধু ঠাকুরের আলোকচিত্রের গুণকীর্তনে ব্যাপৃত থাকবে | কোনও প্রবন্ধই পড়েন না মানুষ | শুধু সেই এক জয়ধ্বনি, একই জয়গাথা ঠাকুরের | হিন্দু সমাজের এই নিদারুণ বৌদ্ধিক ও সাংস্কৃতিক অবক্ষয় দেখে আশাহত হতে হয় | আগামী প্রজন্ম যদি এর থেকে উৎকৃষ্ট হয় তো হিন্দুর ভাগ্যোন্নতির আশা আছে | কিন্তু গাছ যেমন, ফল তো তেমনই হবে | তাই দুশ্চিতা থেকে যায় |


আজ এত বছর ইংরেজি ও বাংলা, উভয় ভাষাতেই ফেসবুকে লিখছি নানা চিন্তাশীল প্রবন্ধ, অধ্যাত্মবিষয়ক ও সমাজবিষয়ক সূত্রসমূহ, কিন্তু যে অনীহা লক্ষ করলাম মানুষের রচনাপাঠের ও একই সঙ্গে যে আগ্রহ, আকর্ষণ লক্ষ করলাম তাঁদের আলোকচিত্রের প্রতি, এর থেকে হিন্দু সমাজের সাংস্কৃতিক ও বৌদ্ধিক মান সম্বন্ধে গভীর উদ্বেগ বোধ করি |


বার্ট্রাণ্ড রাসেল্ তাঁর 'Mortals and Others -- American Essays 1931-1935 Volume 1' নামক স্বল্প দৈর্ঘের প্রবন্ধসংকলনে এই একই উদ্বেগ প্রকাশ করেছিলেন ব্রিটেনের বৌদ্ধিক অবনমনের বিষয়ে | সেই প্রবন্ধটির নাম ছিল 'The Decay of Intellectual Standards' | ক্রান্তদর্শী দার্শনিক সেদিন যে পর্যবেক্ষণটি করেছিলেন আজ তার বাস্তবরূপ পরিলক্ষিত ভীষণভাবে হিন্দু সমাজে | যে সনাতন ধর্ম ও প্রাচীন ভারতের সমাজ গভীর মনীষার পরিচয় দিয়েছিল একদা, আজ তা বিলুপ্তপ্রায় বর্তমান হিন্দু সমাজে | শুধু চটুলতা, চাপল্য, লঘুচিত্ততা পরিব্যাপ্ত এই বিশাল হিন্দু সমাজে, প্রায় ফেনিল, ভাসমান তরল পদার্থের ন্যায়, অন্তঃসারশূণ্য, বন্ধ্যা এক আত্মবিস্মৃত জাতি, শুধু পঞ্চরসসিক্ত, ইন্দ্রিয়াসক্ত এক মরণোন্মুখ জনসমষ্টি |


ভক্তের ভক্তি ? ভক্তি কোথায় ? ভক্তি তো অনেক বড় কথা | ভক্তি নেই | আছে ভান, ক্ষুদ্র মানসিকতা, স্বার্থচিন্তা, স্বার্থসিদ্ধি, ঈর্ষাপরায়ণতা, শক্তিমানের চাটুকারিতা ও পদলেহন | 'এইমাত্র সহায়ে' যে 'উচ্চাধিকার লাভ' করা যায় না তা তো স্বামীজী বহুকাল আগেই বলে গেছেন |


সামান্য সম্মান প্রদর্শন করতে পারেন না কেউ একে অপরকে | গুণের আদর নেই, আছে শুধু বস্তাপচা বিষয়ের একচ্ছত্র আধিপত্য মানুষের মনোজগতে | দাস জাতির সর্বোচ্চ ভূষণ যা, সেই ঈর্ষা হিন্দুর সমাজকে বিষাক্ত করে তুলেছে | তার সাথে দ্বিতীয় বিষ বানিজ্যের | আজ দেশ প্রায় বিক্রীত বনিকের হাতে, তাই সংস্কৃতি আজ ভীষণভাবে বিকৃত | এরই মধ্যে বেড়ে উঠছে ছেলেমেয়েরা | কি শিখছে ? কিই বা শিখবে ? শ্রদ্ধাবিবর্জিত জনসাধারণ কিই বা দিতে পারেন আগামী প্রজন্মকে শুধু আত্মঘাতী সংস্কার ছাড়া ? এর দায় কেউ এড়াতে পারবেন না নেহরু, গান্ধী অথবা ইংরেজকে দায়ী করে | এর দায় আপনার, এর দায় আমার | এক কথায় বলা যায়, কাপুরুষ না পারে শিখতে, না পারে শেখাতে, না পারে নিতে, না পারে দিতে |


গ্রহীতাশক্তিশূণ্য জাতি শুধু পরস্পর দ্বেষাদ্বেষীতেই জীবন অতিবাহিত করে, উচ্চাবস্থা লাভের প্রচেষ্টা করে না | যাঁরা নিজের দেশের গুণীজনকে সম্মান প্রদর্শন করেন না, তাঁদের সৃষ্টিকে মান দেন না, যাঁরা শুধু নিজস্বার্থসিদ্ধিযোগরূপ যোগসাধনাকেই জানেন আধ্যাত্মিকতার চূড়ান্ত সাধনপ্রণালীরূপে, তাঁদের আর কিবা বর্তমান, কিবা ভবিষ্যৎ ? তাঁদের অদৃষ্টে আছে বিস্মরণ, বিভ্রান্তি, বিনাশ | 🕉 


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment