Wednesday 17 November 2021

ধর্মীয় অনুভূতিতে আঘাত কি শুধু মুসলমানেরই লাগে ?


ধর্মীয় অনুভূতিতে আঘাত কি শুধু মুসলমানেরই লাগে ?

-------------------------------------------------


বাংলাদেশে শেষে কি প্রমাণিত হল ? কুর-আনের অবমাননা হল না হনুমানজীর বিগ্রহের অবমাননা হল ? ইসলামের সম্মানহানি হল না সনাতন ধর্মের অসম্মান হল ? আল্লাহ'র অবমাননা হল না মা দূর্গার অবমাননা হল ও অসহায়, নিরপরাধ হিন্দুদের অবমাননা হল ? কই আমরা হিন্দুরা তো তেমন কোনও তাণ্ডব করলাম না বিচ্ছিন্ন কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ছাড়া ? সে যাই হক, ইসলামেরই শুধু অবমাননা হয় হিন্দুর দ্বারা, হিন্দু সে কাজ না করলেও বা কি, আর সনাতন ধর্মের মান অপমান, অবমাননা, কোনও কিছুই হয় না মুসলমান তার সম্মান ভীষণভাবে খর্ব করলেও | মন্দির ও প্রতিমা ভাঙচুর, দেবী দুর্গার বিগ্রহ ভাঙার পর অষ্টমী তিথিতেই নদীতে নিক্ষেপ করে তাঁর অকাল বিসর্জন, পুরোহিতকে প্রহার ও হত্যা, হিন্দুর ঘরবাড়ী জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি লুটপাট করা, হিন্দু পুরুষকে হত্যা করা ও হিন্দু নারী ও বালিকাকে বলাৎকার করা, গ্রামের পর গ্রাম আগুণ লাগিয়ে পুড়িয়ে দেওয়া, ঘর থেকে বিতাড়িত করে জমি দখল করে নেওয়া, কটুক্তি, বিদ্রুপ ও বলপ্রয়োগের দ্বারা সর্বনাশ করা -- এ সব কোনও কিছুতেই বুঝি হিন্দুর ধর্মীয়, জাতিগত ও সংস্কৃতিগত অনুভূতিতে আঘাত লাগে না যার দ্বারা সেও প্রতিশোধ নিতে প্রবৃত্ত হবে ? অথচ এত অত্যাচার সহ্য করেও হিন্দু প্রতিশোধ নেয় না, প্রতিহিংসাপরায়ণ হয় না কারণ সে পরমতসহিষ্ণু, মানবিক ও সভ্য | কিন্তু এই প্রতিরোধহীনতার জন্য হিন্দু ১৩০০ বছর ধরে মুসলমানের হাতে মার খেয়েই চলেছে | স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে হিন্দুর প্রতি মুসলমানের এই একপাক্ষিক দানবীয় আচরণ আর কতকাল ? ইসলামের কি রূপ প্রকাশিত হচ্ছে এর দ্বারা ?


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment