Thursday 11 November 2021

সংগ্রাম সিংহ ... ৬


সংগ্রাম সিংহ ... ৬

------------------------


হিন্দু ধর্মাবলম্বীদের অনেক বেশী সাহসী হতে হবে | ভয় আর ভক্তি কখনও সহাবস্থান করতে পারে না | শ্রীরামকৃষ্ণ বলতেন, "লজ্জা, ঘৃণা, ভয় -- এ তিন থাকতে নয় |" অথচ, বাস্তবে আমরা দেখি যে অধিকাংশ তথাকথিত ভক্তই ভয়ের মূর্ত বিগ্রহ সব এক একজন |


যখন হিন্দুর ওপর মুসলমান অত্যাচার করেন, তখন হিন্দুরা চুপচাপ তা সহ্য করেন | খুব কম হিন্দুই বলিষ্ঠ প্রতিবাদ করেন, আত্মরক্ষার যথোচিত ব্যবস্থা করেন | ১৩০০ বছরের ওপর মার খেয়ে খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে যে প্রতিকারের কথা তাঁদের মাথাতেও আসে না | অন্যদিকে, মুসলমান আক্রমণকারীরা একটি সুপরিকল্পিত ধারায়, একটি সুনির্দিষ্ট ধর্মীয় রাজনৈতিক কর্মসূচী অনুযায়ী জিহাদি কার্য চালিয়ে আসছেন এতকাল | বিরামহীনভাবে হিন্দুনিপীড়ন হয়েই চলেছে | ৭১২ সালে মুহম্মদ বিন্ কাসিমের হাতে সিন্ধুপ্রদেশের পতনের পর ১৯৪৭ সালের দেশবিভাগ, এই সুদীর্ঘ ঐতিহাসিক ঘটনাপরম্পরা কিন্তু ইসলামের শাস্ত্রনির্দেশিত জিহাদি হামলারই ফল, দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার অলঙ্ঘনীয় দৈব নির্দেশের বাস্তবায়ন |


এমন কেন হল ? এর উত্তর খুবই সহজ -- হিন্দুর প্রগাঢ় অজ্ঞতা নিজধর্ম সম্বন্ধে ও পরধর্ম সম্বন্ধে | ভাসা ভাসা ধারণা নিয়ে সর্বধর্মসমন্বয়ের প্রয়াস পেতেই হিন্দু মরল | কটি শ্লোক জানলেই সনাতন ধর্মের নিগূঢ় তত্ত্ব জানা যায় না | পূজা অর্চা করলেই পরধর্মের পাশবপ্রয়াস সম্বন্ধে অবগত হওয়া যায় না | এর জন্য চাই পড়াশোনা, গভীর অনুধ্যান ও বাস্তববুদ্ধি |


স্বাধ্যায়ের কথা তো আমাদের শাস্ত্রেই আছে | কিন্তু শুধু বেদোধ্যয়ণ করলেই চলবে না, কুর'আন, বাইবেল ও তোরা পড়তেও হবে |


ইসলামকে জানতে গেলে তার শাস্ত্রত্রয়ী পাঠ করতে হবে যার নাম কুর'আন, হাদীস ও সিরা | কুর'আন জিব্রেইল মারফৎ আল্লাহ'র বাণীর সম্পূর্ণ, সর্বশেষ ও অভ্রান্ত কিতাব, হাদীস নবী মুহম্মদের বাণী, নির্দেশ ও জীবনচর্যার সংকলন (দ্রষ্টব্য, সহী বুখারী ও সহী মুসলীমের হাদীস সংকলন) ও সিরা নবীর জীবনী | এই তিন শাস্ত্রযোগে ইসলামকে বুঝতে হবে কারণ এরা একে ওপরের পরিপূরক | সূত্রাকারে কুর'আন প্রায় দুর্বোধ্য যদি না তা সিরার ঐতিহাসিক ঘটনা পরম্পরার সাপেক্ষে পড়া হয় | তবেই তার পরিপ্রেক্ষি, তাৎপর্য ও গূঢ়ার্থ বোধগম্য হবে | হাদীসে আছে ইসলাম ধর্মাবলম্বীর সম্পূর্ণ জীবনযাপনের পুঙ্খানুপুঙ্খ নির্দেশিকা | নামাজ আদায়ের নিয়মাবলীও হাদীসের অন্তর্গত | আর সিরা যেহেতু ইসলামের নবীর জীবনকাহিনী, অতএব সিরাপাঠে ইসলামের ঐতিহাসিক পটভূমিকা, গতিপ্রকৃতি, উদ্দেশ্য ও বিস্তারপ্রেরণার উপাদান ও উপায় সম্বন্ধে সম্যক জ্ঞানলাভ সম্ভব হবে |


কিন্তু এ সব জানতে হলে প্রথমেই অল্পাধিক বই পড়ার অভ্যাস করতে হবে | যথাযথ নিজধর্ম ও পরধর্ম সম্বন্ধে জ্ঞানের অভাবে যদি হিন্দুজাতির ঐতিহাসিক ও বর্তমান বিপর্যয় ঘটে থাকে তো তার প্রতিষেধক সেই বিদ্যালাভ | নানা উপায়ে এই অভাব পূর্ণ করতে হবে | আজকের গণমাধ্যমের যুগে তা সহজেই সম্ভব কিন্তু তবু তা উদ্যোগ নিয়ে করতে হবে | এ বিষয়ে আবার বলি | 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা' যেমন তন্ন তন্ন করে পড়তে হবে, তেমনি কুর'আন, হাদীস ও সীরাও পড়তে হবে | তবেই তুলনামূলক বিচারে হিন্দুধর্ম ও ইসলামের মূল পার্থক্যগুলো জানতে পারবেন আপনারা | আর তা জানলে বিপদ অর্ধেক কেটে যাবে | দাওয়াত-এ-ইসলামীর ফাঁদে আর পড়বেন না তখন বরং হিন্দুধর্মের প্রচারের দ্বারা ইসলামধর্মে পূর্বে ধর্মান্তরিত হিন্দুদের ঘরে ফিরিয়ে আনার কাজ সুচারুরূপে করতে পারবেন |


৫৭০ সালে হজরত মুহম্মদের জন্ম হয় বর্তমানে যাকে সৌদি আরব বলা হয় সেই প্রদেশে | কালক্রমে ইনি যে একেশ্বরবাদ প্রচার করলেন মধ্যপ্রাচ্যে তা এক বিশিষ্ট রাজনৈতিক চেহারা নিল যার উদ্দেশ্য এক ভয়ঙ্কর অসহিষ্ণু ধর্মীয় সাম্রাজ্যবাদ | এর শিকার উত্তর ভারতকেও হতে হল ৭১২ সালে যার ফলশ্রতি শঙ্করাচার্যের আবির্ভাব দক্ষিণ ভারতে ৭৮৮ সালে | সনাতন ধর্মের ঘোর বিপদকালে গীতার প্রতিশ্রুতি পূর্ণ হল | শুরু হল সনাতন ধর্মের পুনঃস্থাপন এই ভারতভূখণ্ডে |


রচয়িতা : সুগত বসু (Sugata Bose)

No comments:

Post a Comment