কথামৃত অন্য আলোয় ... ২
কথামৃত অন্য আলোয় ... ২
হিন্দুর এক জাতি হওয়া উচিত হিন্দু সমাজের সংহতি রক্ষার জন্য | এই জাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র কোনওটিই নয় | এই জাতির নাম শুধু 'হিন্দু' | আপনারা বলবেন, বর্ণ আর জাতি এক নয় | ঠিক কথা | তার উত্তরেও আমি বলব, হিন্দুর একটি বর্ণই হওয়া উচিত | তা হল 'হিন্দু' | ঐ একটি শব্দের মধ্যে সব আছে, ঠিক যেমন 'ভগবান' শব্দটির মধ্যে সব আছে |
যাঁরা আগে হিন্দুধর্ম নানা কারণে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ও মুসলমান অথবা খ্রীষ্ঠান হয়েছেন, তাঁদের সনাতন (হিন্দু) ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের | এর জন্য কোনও শুদ্ধিকরণ পদ্ধতি বাধ্যতামূলক করা ঠিক নয় | তাতে বাড়ী ফেরা কঠিন হয়ে যায় | কেউ যদি হিন্দুধর্মে ফিরতে চান তো তাঁকে সাদরে গ্রহণ করা উচিত আমাদের | সমাজে সহজ স্থান দেওয়া উচিত | সব রকম সাহায্য করা উচিত তাঁর | কোনও অযথা বাধা অথবা প্রায়শ্চিত্তরূপ বাধ্যতামূলক প্রক্রিয়া যেন তাঁর ওপর চাপিয়ে দেওয়া না হয় | সনাতন ধর্মের দরজা যেন সব সময় খোলা থাকে সবার জন্য যাঁরা হিন্দু হতে চান |
আমরা হিন্দু | আমরা প্রায়ই বেদবেদান্তের বুলি আওড়ে থাকি, লম্বা লম্বা শ্লোক বলে থাকি | এবার সময় এসেছে সেই সব শাস্ত্রের মর্ম বাস্তবে রূপায়ণ করার |
মানুষকে উপনিষদ ভগবানের স্থান দিয়েছেন | তাহলে কেন এই বৈষম্য আর রাখব আমরা হিন্দু সমাজে ? এক ব্রহ্ম, বহু প্রকাশ -- এই তো হিন্দুধর্ম | প্রতিটি মানুষই তাই ব্রহ্ম, অর্থাৎ বাস্তবে ভগবানের দিব্য প্রকাশ | তাহলে তাঁর আবার জাত, জাতি, বর্ণ কি ? শ্রীরামকৃষ্ণ তো সুন্দর মিমাংসা করেছেন সমস্যাটির | তিনি বলেছেন, ভক্তের জাত নেই | অতএব, হিন্দুমাত্রেই এক জাত, হিন্দু জাত, হিন্দু জাতি | আর কোনও কিছু বিভাজনের প্রয়োজন নেই এই আধুনিক যুগে | যিনি যে কর্ম করেন তিনি তো সেই জাতের অন্তর্ভুক্ত কর্মের কারণেই অনিবার্যভাবে | কিন্তু সেটি কর্মগত, স্বাভাবিক, জলের মত প্রবহমান, জন্মসূত্রে পাওয়া নয় ও কর্মের ধারা পরিবর্তন করলেই মুহূর্তমাত্রে পরিবর্তিত হয় | সেখানে কোনও বাধাবন্ধন কিছুই নেই |
এইরকম এক জাতি, এক বর্ণ বোধযুক্ত হিন্দু সমাজ চাই | আসুন, সেই সমাজ গড়ি | তাতেই হিন্দুর কল্যাণ নিহিত, হিন্দুর সংহতিরক্ষা, হিন্দুর শক্তিবৃদ্ধি ও হিন্দুর অপ্রতিরোধ্য ভবিষ্যৎ প্রগতি |
লেখক : সুগত বসু (Sugata Bose)
No comments:
Post a Comment